ছাত্রদল সন্দেহে নিজেদের সাবেক কেন্দ্রীয় নেতাকে মারল ঢাবি ছাত্রলীগ

ছাত্রদল সন্দেহে নিজেদের সাবেক কেন্দ্রীয় নেতাকে মারল ঢাবি ছাত্রলীগ

ছাত্রদল স‌ন্দে‌হে নিজেদেরই সা‌বেক এক কেন্দ্রীয় নেতা ও সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তাসহ অন্তত পাঁচজনের ওপর হামলা ক‌রে‌ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলী‌গের নেতাকর্মীরা। আহত সরকারি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব এবং সাবেক ছাত্রলীগকর্মী সোহাগ-নাজমুল কমিটির কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক ক‌বির মোহাম্মদ শ‌হিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই ঘটনা ঘটে।

হামলার শিকার কয়েকজনসূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের আইন বিভা‌গের সা‌বেক শিক্ষার্থী আতিক জামানের জন্মদিন উপল‌ক্ষ্যে ক‌য়েকজন টিএস‌সি‌তে দাঁড়ি‌য়ে‌ছিলেন। নির্বাচন উপল‌ক্ষ্যে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলী‌গের বি‌ভিন্ন হ‌লের নেতাকর্মীরা কিছু জিজ্ঞাসা না ক‌রেই আচমকা তাদের ওপর হামলা ক‌রে। হামলার সময় ছাত্রলী‌গের ওই সা‌বেক নেতা তার প‌রিচয় দিলেও হামলাকারীরা আম‌লে নেননি। এতে ছাত্রলী‌গের সোহাগ-নাজমুল কমিটির কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক ক‌বির মোহাম্মদ শ‌হিদুল ইসলাম, তার বিভা‌গের বন্ধু ও ছাত্রদ‌লের জহুরুল হক হ‌লের যুগ্ম আহ্বায়ক মা‌হিদুল ইসলাম স‌জিব ও আইন বিভা‌গের এক নারী শিক্ষার্থীসহ ক‌য়েকজন আহত হন।

এ বিষ‌য়ে ঢাবি ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন সাংবা‌দিক‌দের ব‌লেন, “সেখা‌নে এক‌টি মব তৈ‌রি হ‌য়ে‌ছিল। ছাত্রদ‌লের সা‌বেক এক আইন সম্পাদ‌কের জন্ম‌দি‌নের পা‌র্টি‌কে কেন্দ্র ক‌রে কথা কাটাকা‌টি হয়। সেখা‌নে ছাত্রলীগের আমা‌দের সা‌বেক এক ঘ‌নিষ্ঠ বড় ভাই আহত হ‌য়ে‌ছেন। আমা‌দের আরেক ঘ‌নিষ্ঠ ভাই ক্যাম্পা‌সের প্রিয় মুখ, তিনিও আহত হয়েছেন। ম‌বের কার‌ণে এমন‌টি হ‌য়ে‌ছে। এ ঘটনায় ছাত্রলী‌গের কেউ জ‌ড়িত থাক‌লে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।”

জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ব‌লেন, বিষয়‌টি জে‌নে ব্যবস্থা নেওয়া হ‌বে।