বাংলাদেশের নির্বাচন নিয়ে আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচ যা ভাবছে

বাংলাদেশের নির্বাচন নিয়ে আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচ যা ভাবছে

এক সপ্তাহও সময় বাকি নেই জাতীয় সংসদ নির্বাচনের। এই সময়ে এসে প্রধান বিরোধীদল জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হচ্ছে যে, সরকার তাদের নেতা-কর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে। আজ আন্তর্জাতিক  সংবাদমাধ্যম আল-জাজিরায় তেমনই এক সংবাদ প্রকাশিত হয়েছে।

গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্ট এক সংবাদ সম্মেলনে উল্লেখ করে, গত নভেম্বর থেকে তাদের ৭ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই জোট আওয়ামী লীগ কর্মী ও পুলিশের হামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে।

আল জাজিরার ওই প্রতিবেদনে নির্বাচনী প্রচারের বাঁধার কথাও উল্লেখ করা হয়। বলা হয়, নির্বাচনের প্রার্থীদের উপর একের পর এক হামলা হওয়ায় তারা কোথাও জনসংযোগ করতে পারছেনা। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের একজন মুখপাত্র জাহাঙ্গীর আলম মিন্টু জানান, “ নির্বাচনে আগে এরকম পরিস্থিতি ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস ওয়াচ’ গত ২২ ডিসেম্বর তাদের এক প্রতিবেদনে সরকারকে নির্বাচনের প্রার্থীদের সুরক্ষা প্রদান এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে ‘দমন’ কৌশল নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় তৈরি করছে বলে হিউম্যান রাইটস ওয়াচ জানায়। তারা বর্তমান বাংলাদেশে স্বৈরাচারী কর্মকাণ্ড, বাক-স্বাধীনতার উপর ক্রাকডাউনের মতো ব্যাপারগুলো লক্ষ্য করছে বলে জানিয়েছে।

এছাড়াও শেখ হাসিনা সরকার বিএনপি’র অফিসিয়াল ওয়েব সাইটসহ ৫০’র অধিক নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে প্রতিবেদনটিতে। আইনি জটিলতায় আটকে রেখেছে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণও।