আফগানিস্তানে গাড়িবোমা ও গুলিবর্ষণ, নিহত ৪৩

আফগানিস্তানে গাড়িবোমা ও গুলিবর্ষণ, নিহত ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের প্রবেশপথে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একদল বন্দুকধারী মন্ত্রণালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের প্রায় ৭ ঘন্টা ব্যাপি গুলি বিনিময় হয়।

সংবাদ রয়টার্স জানায়, গতকাল সোমবার বিকেলে এই হামলা চালানো হয়। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটনোর পর একদল বন্দুকধারী সরকারি কম্পাউন্ডে ঢুকে এলোপাথারি গুলি চালায়।

ওইসময় ওই ভবনে শতাধিক মানুষের অবস্থান করছিল। বাঁচার জন্য অনেকে ভবন থেকে লাফ দেন।

বোমা বিস্ফোরণের চেয়ে গুলিবর্ষণে বেশি মানুষ নিহত হয়েছে বলে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত দুই বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে। আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে যখন আন্তর্জাতিক মহল উঠে পড়ে লেগেছে। তখন এই ঘটনা উদ্বিগ্নের সৃষ্টি করবে বলে মনে করছে বিশ্লেষকরা।