কোটা সংস্কার আন্দোলনের একটি উল্লেখযোগ্য নাম নুরুল হক নুর। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক তিনি। ইতোমধ্যে তিনি তার দৃঢ়তা বিচক্ষণতার মধ্য দিয়ে পরিণত হয়েছেন জনপ্রিয় ছাত্রনেতায়। অন্যদিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও তরুণদের ন্যায়ের পক্ষে কথা বলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সাম্প্রতিক সময়ে নির্বাচনকে মাথায় রেখে কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীদের অবস্থান জানার চেষ্টা করে আসছিল রাজনৈতিক নেতারা। তাদের রাজনৈতিক খাতে ব্যবহারের চেষ্টায় আছে বর্তমান ক্ষমতাসীনরা।
গতকাল এক ভিডিও বার্তায় এসকল বিষয় নিয়ে মুখ খুলেছেন নুরুল হক নুর। তিনি আন্দোলনকারীদের নির্বাচনকালীন অবস্থান এবং এই নির্বাচনে তরুণদের করণীয় নিয়ে আলোকপাত করেন।
এই ভিডিও বার্তার শুরুতে তিনি তার ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দেওয়ার অভিযোগও করেন তিনি। যে ‘কুচক্রী’ মহল শুরু থেকেই তাদের কর্মসূচিতে বাঁধা দিয়ে আসছিলো তাদের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। এরপর তিনি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র থাকলেও তার কোন চর্চা নেই।” তাঁর স্মৃতি থেকে তিনি পূর্বের নির্বাচনগুলোর কথা বলেন যেখানে সকল পক্ষই উৎসবমুখর পরিবেশে নিজের প্রচারণার কর্মসূচি চালিয়ে যেতে পারতো। বর্তমান নির্বাচন মাঠ নিয়ে তিনি অভিযোগ করেন যে ক্ষমতাসীন পক্ষের প্রচার দেখা গেলেও বিরোধী কোন পক্ষকে এখানে প্রচারের কোন সুযোগ দেয়া হয়নি। এমতাবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন খুব বেশি। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা করেন তিনি। অন্যান্য দেশ যারা উন্নয়নের নামে গণতন্ত্ররোধ করার চেষ্টা করেছে এবং ধ্বংসের মুখে পড়েছে সে সকল দেশের উদাহরণ টেনে তিনি বলেন “এদেশের নির্বাচন সুস্থ না হলে এদেশের মানুষের খুব খারাপ খেসারত দিতে হবে।”
তরুণ তথা সকলের ভোট হোক গণতন্ত্র,সুশাসন, আইনের শাসনও মানবাধিকারের পক্ষে- নুরুল হক নুর।
তরুণ প্রজন্ম তথা সকলের ভোট হোক গণতন্ত্র,সুশাসন, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে : বললেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নুরুল হক নুর…
Posted by AndolonNews on Friday, December 21, 2018
তিনি মূলত দেশের সুশাসন, ন্যায় বিচার এবং বাক স্বাধীনতা জন্য তরুণদের লড়াইয়ের আহ্বান জানান। কোন দলকে সমর্থন করবেন এই বিষয়ে তিনি জানান, তারা কোন বিশেষ দলকে সমর্থন করবে না তবে তারা লড়ে যাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে। তিনি ভোটারদের ভোট দিতে যাওয়া এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের উদ্ধৃতি দিয়ে তিনি তার কথা শেষ করেন। তিনি বলেন “হ্যাঁ অবশ্যই আমাদের উপর হামলা আছে গ্রেফতারের হুমকি আছে। হ্যাঁ, ঐ মাহবুব তালুকদার বলেছেন আমার মৃত্যু হবেই সুতরাং আমি কারোর চাপে কথা বলে আমি দশ কোটি ভোটারের সাথে বেইমানি করতে পারি না। আর আমরা একটি কথা বলব যে মৃত্যু একদিন হবেই সুতরাং কারোর চাপে ভয়ে সত্যের পথ থেকে সরে দাঁড়াবো, ন্যায়ের পথ থেকে সরে দাঁড়াবো সেই মানসিকতা আল্লাহপাক এখন পর্যন্ত দান করেনি। ন্যায়ের পক্ষে অবিচল আছি যে কয়দিন বেঁচে থাকবো ইনশাহ্আল্লাহ্। ন্যায়ের পক্ষে অবিচল থাকবো। অন্যায়ের বিপক্ষে এইযে সংগ্রাম, কথা বলা সেটা চলবে। কথাও চলবে, কলমও চলবে প্রতিবাদও চলবে”।