আফগানিস্তানে ন্যাটোর হামলায় নিহত ১৯ তালেবান সেনা

আফগানিস্তানে ন্যাটোর হামলায় নিহত ১৯ তালেবান সেনা

রাশিয়ায় তালেবান নেতাদের সাথে শান্তি আলোচনার মাস না পেরোতেই ন্যাটোর হামলায় নিহত হল ১৯ তালেবান সেনা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃতাধীন জোট বাহিনীর বিমান হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় আহত হয়েছে আরও ৭ সেনা।

আজ বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব সংবাদমাধ্যশ সিনহুয়াকে জানান, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মির আদালাত ও তার ১০ সহযোগী সেনা নিহত হয়।

মুহিব আরো বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় ৮ তালেবান সেনা নিহত হয়। তালেবানদের অধিকৃত এই অঞ্চলে প্রায় ২শ সেনার নেতৃত্বে ছিলেন নিহত আগা মির।

গত ৯ নভেম্বর রাশিয়ার মস্কোতে, আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে তালেবান নেতাদের সাথে বৈঠকে বসেন ভূরাজনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ১২টি দেশ। সেখানে ভারত ও আমেরিকা সরকারিভাবে অংশ না নিলেও পর্যবেক্ষক পাঠিয়েছিল। ধারণা করা হচ্ছিল, এর ফলে আফগানিস্তানে শান্তি আলোচনার দিক পরিবর্তিত হবে। কিন্তু মাস না পেরোতেই আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর এই হামলা সে আলোচনাকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।