খালেদা জিয়া হল’র নাম ফলক অপসারণের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

খালেদা জিয়া হল’র নাম ফলক অপসারণের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েএ ‘দেশনেত্রী খালেদা জিয়া হল’র নাম ফলক অপসারণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ বিকেলে ঢাকিা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপার্সন। আমরা মনে করি এটি বিএনপিকে ধ্বংস ও জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বর্তমান ক্ষমতাসীন সরকার ও তাদের সমর্থক রাজনৈতিক দল ও সংগঠন যে ধারাবাহিক অপকৌশল গ্রহণ করেছে ছাত্রী হলের নাম ফলক অপসারণ তারই অংশ।’

দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘নাম ফলক ভেঙ্গে দিয়ে তাঁর নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। তাই এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে এ ধরনের অপকর্মের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। অধ্যাপক ড. আতিয়ার রহমানের স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের চবি শাখার প্রায় বিশ-পঁচিশজন নেতাকর্মী খালেদা জিয়া হলের সামনের গেইট ও নির্দেশিকায় থাকা ‘দেশনেত্রী খালেদা জিয়া হল’ অংশটুকু তুলে ফেলে। ছাত্রলীগের নেতাকর্মীরা হলের নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক তারামন বিবি হল’ রাখার দাবি জানান।

বিশ্লেষকেরা মনে করছেন, ছাত্রলীগের এই ধরণের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদি প্রতিহিংসার রাজনীতির হুমকির মধ্যে ফেলে দেবে দেশকে।