নির্বাচনের ব্যস্ততার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব বদল

নির্বাচনের ব্যস্ততার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব বদল

অবশেষে আশঙ্কাই সত্য হল, জাতীয় পার্টির ভাঙন খুব দ্রুতই দেখতে পাচ্ছে জনগণ। জাতীয় সংসদ নির্বাচনের রাত-দিন ব্যস্ততার মুখেই দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার পরিবর্তে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে।

ধরাণা করা হচ্ছে, জাতীয় পার্টির আসন নিয়ে আওয়ামী লীগের সাথে দরকষাকষির সময় মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি; আওয়ামী লীগ শরীকদের ৬৫টির মতো আসন ছাড়তে রাজি। এঅবস্থায় আওয়ামী লীগের সাথে দর কষাকষি জরুরি। দলের চেয়ারম্যান অসুস্থ থাকায় সে কাজ করছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এসময়ই তার বিরুদ্ধে দলীয় নেতারা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন।

রুহুল আমিন নিজের এবং স্ত্রীর মনোনয়ন নিশ্চিত করলেও আওয়ামী নেতৃত্বাধীন মহাজোটে প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম সহ দলের কয়েকজন প্রভাবশালী নেতার মনোনয়ন চূড়ান্ত করতে পারেন নি। এছাড়াও দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন নিয়েও ঘটেছে অনিয়ম। এরশাদ চেয়েছিলেন বাবলু চট্টগ্রাম থেকে প্রার্থী হোক কিন্তু তাকে প্রথমে কক্সবাজার এবং পরে রংপুরের একটি আসনে প্রার্থী করা হয়েছে।

মূলত এসকল কারণে তাকে মহাসচিবের পদ থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তবে এসকল অভিযোগ অস্বীকার করেছেন রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্মা।

এখন দেখার বিষয় হেভিওয়েটদের পদত্যাগ এবং শেষ মুহুর্তে মহাসচিব বদল কতটুকু টিকিয়ে রাখতে পারে আওয়ামী লীগের সাজানো নির্বাচনের সহযোগী এই রাজনৈতিক দলটিকে।