মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ। যিনি সিনিয়র বুশ নামে পরিচিত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। সিনিয়র বুশের মৃত্যুর ঘোষণা দিয়েছেন তার ছেলে ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। ১৯৯০ সালে ইরাক আগ্রাসনের জন্য সিনিয়র বুশের আলাদা পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নানা রকম জটিলতায় ভুগছিলেন।
পরিবারের পক্ষে একজন মুখপাত্র বলেছেন, জর্জ বুশ শুক্রবার রাতে মারা গেছেন হিউস্টনে। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অধীনে দু’দফায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯২ সালের নির্বাচনে বুশকে পরাজিত করে ক্ষমতায় আসেন বিল ক্লিনটন।
সিনিয়র বুশ ১৯৯০ সালে আমেরিকার ৪ লাখেরও বেশি সেনা নিয়ে আন্তর্জাতিক জোট গঠন ও উপসাগরীয় যুদ্ধের নামে ইরাকে আগ্রাসন চালান। তার আগে মার্কিন মদদপুষ্ট ইরাকের তৎকালীন স্বৈরশাসক ও সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন। মার্কিন সমর্থনে কুয়েত দখল করলেও পরে সাদ্দামের বিরুদ্ধে অবস্থান নেন বুশ।
বুশ সিনিয়র ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং রিপাবলিকান দলে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন বিমানচালক এবং টেক্সাসের একজন ধনকুবের তেল ব্যবসায়ী।