ঢাবিতে #মিটু ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত

ঢাবিতে #মিটু ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক সংস্থা ‘ইউএন উইমেন’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে #মিটু ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এই স্লোগান নিয়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি করতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বুধবার সকালে ক্যাম্পেইন ও র‌্যালির উদ্বোধন করেন।

যৌন সহিংসতা নির্মূলের লক্ষ্যে এবং সারভাইভরদেরকে সহায়তা করার উদ্দেশ্যে ৬টি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপি স্টুডেন্ট অ্যাকটিভেশন এবং নাট্যোৎসবের আয়োজন করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো- ছাত্র-ছাত্রী, তরুণ নেতৃত্ব, স্থানীয় কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠনগলোতে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা গড়ে তোলা।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের ৫ টি পাবলিক এবং ১ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১৬ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে র‌্যালি, ফ্ল্যাশমব, পাবলিক স্পিকিং সেশন, খেলাধুলা, আর্ট ও ফটো এক্সিবিশন, নাট্যোৎসব, এবং কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এসময় বাঙলা কমিউনিকেশনস’র চেয়ারম্যান আদিব রশিদ মামুনসহ ‘ইউএন ওমেন’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিতে ঢাকা বিবিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। এছাড়াও বিকেলে পাবলিক স্পিকিং সেশন, খেলাধুলা, আর্ট ও ফটো এক্সিবিশন, নাট্যোৎসব, এবং কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।