ইয়েমেন যুদ্ধ : যুক্তরাষ্ট্রের নীতি প্রভাবিত করতে লবিংয়ে সৌদির ব্যয় ২৪ মিলিয়ন

ইয়েমেন যুদ্ধ : যুক্তরাষ্ট্রের নীতি প্রভাবিত করতে লবিংয়ে সৌদির ব্যয় ২৪ মিলিয়ন

ইয়েমেন যুদ্ধ স্থগিতে আমেরিকার হস্তক্ষেপকরণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৩৭ জন রিপাব্লিকান সিনেটর। এদের মধ্যে রয়েছে সৌদি আরবের লবিস্টদের পক্ষের সিনেটর। তাদের মতে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদির যুদ্ধ যুক্তিসঙ্গত।

সেন্ট্রাল ফর ইন্টারন্যাশলান পলিসি (সিআইপি)’র একটি তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, রয় ব্লান্ট, জন বুজম্যান, রিচার্ড বুর, মাইক ক্র্যাপো এবং টিম স্কট সবাই সৌদির স্বার্থে লবিস্ট কোম্পানির কাছ থেকে অর্থনৈতিক সাহায্য প্রাপ্ত হয়েছে। তারা সবাই রিপাব্লিকান সিনেটর। এই লেনদেনের সময়সূচি ২০১৬ থেকে ২০১৭ এর মধ্যে বলেই জানা যায়।

এই পাঁচজন সিনেটরদের সবাই ইয়েমেন যুদ্ধ বিরতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই বিলটি পাস হলে ইয়েমেন যুদ্ধে সৌদি-সংযুক্ত আরব আমিরাতের পক্ষে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে আসতো বলে জানা যায়।

এদিকে এই বিল যদি পাস হয় তবে সেখানে ভেটো প্রদানেরও হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল পলিসি (সিআইপি)’র সুত্রে জানা যায়, সৌদি পক্ষীয় লবিস্ট ফার্ম ২০১৭ সালে ব্লান্টকে ১৯, ২০০ ডলার প্রদান করে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার উদ্দেশ্যে। ব্লান্ট মিশোরির দুইজন সিনেটরদের একজন। এই বুজম্যান, বুর, ক্র্যাপো এবং স্কট যথাক্রমে আরকানাস, নর্থ ক্যারোলিনা, ইদাহো এবং সাউথ ক্যারোলিনা প্রতিনিধিত্ব করছেন। তাদের লেনদেন এর সীমা ছিল ১০০০-২৫০০ ডলার এবং এই লেনদেন ২০১৬ এবং ২০১৭ সালে সংগঠিত হয় বলে জানা যায়।

এই দিকে তেলের রাজ্য সৌদি গত বছর এই ইস্যুতে প্রায় ২৪ মিলিয়ন ডলার খরচ করেছে। এই অর্থের পুরোটাই ব্যয় হয়েছে এই আমেরিকার নীতি এবং জনমতকে প্রভাবিত করার জন্য। যুক্তরাষ্ট্রের আইন ও বিচার বিভাগ-সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্স ফরেন লবি ওয়াচ টুলের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।

সিআইপি’র মতে আমেরিকার নীতি প্রবাহিতকরণ খাতে ব্যয় করা শীর্ষ দশটি দেশের মধ্যে একটি সৌদি আরব। তবে গত বুধবারে সিনেটে এই বিষয়ে ভোট হলে ইয়েমেন যুদ্ধ বিরতিতে আমেরিকার হস্তক্ষেপের পক্ষে ভোট পড়ে মোট ৬৩টি এবং বিপক্ষে পড়ে মোট ৩৭ টি।