আত্মহত্যার শঙ্কার কথা জানিয়ে প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

আত্মহত্যার শঙ্কার কথা জানিয়ে প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে জানিয়ে চিঠি পাঠিয়েছে। ‘জরিমানা মওকুফের আবেদন’ শিরোনামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সোহেল রানা আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই চিঠি লেখেন।

সোহেল রানা চিঠিতে লিখেন, “সপ্তম সেমিস্টারে ৪০১ নম্বর কোর্সের জন্য ডিনস কমিটি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। আমার বাবা হার্ট এ্যাটাকের রোগী যার ওপর পরিবারের সবাই নির্ভরশীল। তার পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। সবাই পরীক্ষা দিলেও আমি টাকার অভাবে না দিতে পারায় হতাশায় ভুগছি। হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।”

প্রক্টর গোলাম রাব্বানী ওই ছাত্রের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠি পাওয়ার পর প্রক্টর বিষয়টি দেখছেন বলে জানান।

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ১৪ মে ‘যোগাযোগ ও তথ্য প্রযুক্তি’ (কোর্স নম্বর ৪০১) নামক কোর্সটির পরীক্ষা দিতে পারেনি। এর জন্য পরীক্ষার রেজাল্টে সবার অকৃতকার্য আসে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অন্তত ৫০বার ধর্ণা দেওয়ার পর গত ২০ নভেম্বর ডিনস কমিটির সভায় ৬১জন শিক্ষার্থীর সবাইকে পাঁচ হাজার টাকা জরিমানা সাপেক্ষে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা এমন সময় প্রক্টরকে আত্মহত্যার কথা  উল্লেখ করে চিঠি দিল যে সময় গণমাধ্যমে একের পর এক ঢাবি শিক্ষার্থীদের আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে।