রামোসের ডোপিং নিয়ে প্রতিবেদনের প্রেক্ষিতে রিয়ালের বিবৃতি

রামোসের ডোপিং নিয়ে প্রতিবেদনের প্রেক্ষিতে রিয়ালের বিবৃতি

এ বছরের শুরু থেকেই সময়টা খারাপ যাচ্ছিলো স্পেন ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের। গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের ফুটবলার মো. সালাহর ইনজুরিতে অভিযুক্ত, বিশ্বকাপে দলকে বেশি দূর নিতে না পারা, দলের তরুন ফুটবলারদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগের সাথে নতুন মাত্রা যোগ করেছে ফুটবল লিকসের তথ্য দিয়ে করা জার্মান পত্রিকা ডের স্পেগেইল’র একটি প্রতিবেদন।

ডের স্পেগেইল’র দাবি ২০১৭ সালে কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রামোসের ডোপিং রিপোর্ট পজেটিভ এসেছিলো। ফুটবল লিকসের তথ্য মতে, ফাইনালের আগে রামোসের হাঁটুতে ইনজুরি ছিলো। তার জন্য দুইটি ইনজেকশন নিতে হতো তাকে তার মাঝে একটিতে ওয়াডা কর্তৃক নিষিদ্ধ ড্রাগ ডেক্সামেথাসোনের অস্তিত্ব ছিলো। ফুটবল লিকস আরও জানান, রামোসের ডোপিং পজেটিভ আসার তথ্য মাদ্রিদ ও উয়েফা কর্তৃপক্ষ জানলেও পরবর্তীতে মাদ্রিদের টিম ডাক্তার নিজের কাঁধে দোষ তুলে নিয়ে এটি একটি অনিচ্ছাকৃত ভুল বলে উয়েফার কাছ থেকে ক্ষমা চায়। ডের স্পেগেইল’র এমন রিপোর্টের পর এটি নিয়ে মিডিয়ায় বেশ তোলপাড় হলেও নিশ্চুপ ছিলেন রিয়াল মাদ্রিদ ও উয়েফা কর্তৃপক্ষ।

অবশেষে এ ব্যাপারে গত শুক্রবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তাছাড়া জার্মান পত্রিকা ডের স্পেগইল’র এমন প্রতিবেদনকে “অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন রিয়াল মাদ্রিদ। একই সাথে ডের স্পেগেইলকে এই প্রতিবেদনটি উঠিয়ে নিতে বলেছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ডের স্পেগেইল’র করা প্রতিবেদনের ব্যাপারে বিবৃতিতে বলেন- জার্মান পত্রিকা ডের স্পেগেইল’র করা আমাদের অধিনায়ক সার্জিও রামোসের ডোপিং কেলেঙ্কারি বিষয়ে ক্লাব জানাচ্ছে যে- ১ .সার্জিও রামোস ইতোপূর্বে কখনই ডোপিং বিষয়ক কোনো ধরনের নিয়ম অমান্য করেননি। ২. উয়েফা অ্যান্টি-ডোপিং এজেন্স, এ এম এ এবং উয়েফা প্রয়োজনীয় সকল পরীক্ষা-নীরিক্ষা করার পর যতক্ষণ না তাকে (রামোসকে) দোষী প্রমাণ করছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে যাবতীয় ভিত্তিহীন সংবাদগুলো প্রচার না করার জন্য অনুরোধ করছি। ৩. যে সংবাদ মাধ্যমগুলো উক্ত বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া যে ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে সে সকল প্রমাণহীন বিষয়গুলো নিয়ে ক্লাব কোনো মন্তব্য করবে না।