ষষ্ঠবার বিশ্ব চ‍্যাম্পিয়ন, নয়া নজির গড়লেন ভারতীয় বক্সার মেরি কম

ষষ্ঠবার বিশ্ব চ‍্যাম্পিয়ন, নয়া নজির গড়লেন ভারতীয় বক্সার মেরি কম

অল্প বয়সেই তার পরিবার সমঝে গিয়েছিল, এই মেয়ে দমে যাওয়ার পাত্রী নয়! ডাকাবুকো মেজাজ এবং নাছোড় মনোভাব সম্বল করেই বক্সিং খেলা শুরু করেছিল মেয়েটি। এলাকার খেলায় রিংয়ের ভিতর গ্লাভস হাতে কেরামতি এবং প্রতিপক্ষকে কুপোকাত করা দেখে তাঁর মধ্যে অনেকে আশার আলো দেখলেও আশঙ্কা ছিল অধিক। ভারতের মণিপুরের প্রান্তিক গ্রাম কাঙ্গাথেই থেকে সে কি জাতীয় স্তরে খেলতে পারবে? সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে সেই মেয়ে আজ কিংবদন্তি বক্সার। অন‍্যান‍্য আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পাঁচবার সোনা জিতেছেন তিনি। ২৪ নভেম্বর, শনিবার ষষ্ঠবার সোনা জিতলেন ম‍্যাগনিফিসেন্ট মেরি কম! ওয়ার্ল্ড বক্সিং চ‍্যাম্পিয়নশিপে ৪৮ কেজি লাইট ফ্লাই বিভাগে শক্তিশালী প্রতিপক্ষ হানা ওখোতা ৫-০ ফলাফলে ধরাশায়ী হল তার কাছে। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া টুইটার মারফত সোনার মেয়েকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে, সর্বসম্মত সিদ্ধান্তে হানা ওখোতাকে ৫-০ ফলাফলে পরাজিত করে জয়ী হয়েছেন মেরি কম।

আগেভাগে উত্তেজিত ছিল নয়াদিল্লির কেডি যাদব ইনডোর স্টেডিয়াম। রিংয়ে পা রাখার আগেই ফাইনালে ফেভারিট ছিলেন মেরি কম। ইউক্রেনের শক্তিশালী প্রতিপক্ষ হানা ওখোতা জানতেন, মেরি কমের থেকে জয় ছিনিয়ে নেওয়া “মুসকিল নহি, নামুমকিন হ‍্যায়!” কারণ, মাস তিনেক আগে এক বক্সিং প্রতিযোগিতায় মেরি কমের নিকট হানা মুখ থুবড়ে পড়েছিলেন। তাই মেরি কম যেমন আত্মবিশ্বাসী ছিলেন, তেমন হানা ওখোতা মনে-মনে খেলার আগেই হেরে গিয়েছেন।

বিশ্ব চ‍্যাম্পিয়ন হওয়ার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেরি কম, চোখ ভিজিয়ে দিয়েছে আনন্দাশ্রু! তার প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন‍্য দেশবাসীকে ধন‍্যবাদ জানিয়ে তিনি বলেন, “যারা এদিন স্টেডিয়াম এসে ভারতের পক্ষে আমার জন‍্য গলা ফাটিয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ!” সোনার পদক দেশকে উৎসর্গ করলেন তিনি।

২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০- এই সালগুলোতে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছেন মেরি কম। খেলতে-খেলতে তার বর্তমান বয়স ৩৫ বছর। জয়লাভে বয়স যে অন্তরায় হতে পারে না কোনওভাবে, বয়স নেহাত এক সংখ‍্যা মাত্র, দেখিয়ে দিলেন সোনার মেয়ে। বিশ্বে একমাত্র মহিলা বক্সার হিসাবে তিনি ছয়বার সোনা জিতে বিশ্ব চ‍্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন। তার আগে আয়ারল‍্যান্ডের বক্সার কেটি টেলর পাঁচবার সোনা জিতেছেন। কিউবার পুরুষ বক্সার ফেলিক্স স‍্যাভন ছয়বার সোনা জিতে বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়েছেন। সাম্প্রতিক জয়লাভের পর সেই কিংবদন্তি বক্সারের সঙ্গে নজিরের নিরিখে একাসনে ভারতীয় তারকা বক্সার মেরি কম।