এক সপ্তাহে ভারতীয় সেনার গুলিতে নিহত ১০ কাশ্মিরি

এক সপ্তাহে ভারতীয় সেনার গুলিতে নিহত ১০ কাশ্মিরি

এক সপ্তাহে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছে ১০ কাশ্মিরি। আজ শুক্রবার সকালে ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগে তল্লাশি অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পর সেখানে রাজ্যপাল শাসন জারি হয়। এরপর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় সেনারা। কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনকারী ছাড়াও নির্বিঘ্নে হত্যা করে চলেছে সাধারণ মানুষ।

বিগত কয়েক মাস ধরে চলা ‘সন্ত্রাস বিরোধী অভিযান’র নামেই আজকের অভিযান চালিয়েছে তারা। আর তাতেই নিহত হয়েছে ওই ছয় জন কাশ্মিরি। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল বিজবেহারা জঙ্গলে বেশ কয়েকজন ‘জঙ্গি’ আস্তানা গেড়েছে। যার ফলে তারা এই অভিযান চালিয়েছে।

নিরাপত্তার জোরদারের উদ্দেশ্য অনন্তনাগের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে মাত্র তিনদিন আগে ভারতীয় সেনার গুলিতে নিহত হয় আরও চার জন কাশ্মিরি। ওই সময়ে তারা জাম্মু-কাশ্মিরের সোপিয়ান অঞ্চলে অভিযান চালিয়েছিল। ওই দিন বন্দুক যুদ্ধে একজন ভারতীয় সেনাও নিহত হয়।