আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র ঐক্য পরিষদ। আজ সোমবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই দাবির জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা দীর্ঘ ৭ বছর ধরে যৌক্তিক ৩৫ করার আন্দোলন করে আসছি। কিন্তু সরকার এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে ছাত্র সমাজ ও যুব সমাজকে দিন দিন হতাশ করে তুলছে।”
এই সম্পর্কিত রাষ্ট্রপতির এক কমিটমেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “মহামান্য রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার আব্দুল হামিদ ২০১২ সালে সংসদে বলেছিলেন যে, চাকুরিতে আবেদন ৩৫ করা উচিত। সেই সূত্র ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি।”
সংবাদ সম্মেলন থেকে তারা সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহের মধ্যে প্রথম দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্বাচনের আগেই করার দাবি জানান। বাকি পাঁচটি দাবি যদি নির্বাচনকালীন মেনে নেওয়া সম্ভব না হয়, তাহলে নির্বাচনী ইশতেহার রেখে নির্বাচন পরবর্তী দুই মাসের মধ্যে মেনে নেওয়ার অনুরোধ জানান।
দাবিগুলো হলো: ১. চাকরিতে অভিন্ন বয়সসীমা ৩৫ করতে হবে। ২. নিয়োগ পরীক্ষাগুলোর ফি কমিয়ে অতি স্বল্প ফি নির্ধারণ করতে হবে। ৩. নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে নিতে হবে এবং একই দিনে একের অধিক পরীক্ষা রাখা যাবে না। ৪. সকল প্রকার নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ করতে হবে। ৫. নিয়োগ পরীক্ষার ভাইভা নম্বর ৫০ অধিক রাখা যাবে না। ৬. কর্মসংস্থান হওয়া পর্যন্ত বেকার যুবকদের সম্মানিত ভাতা প্রদান করতে হবে।
বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদেও সহ সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন, তানজির আহমেদ,জালাল আহমেদ, সোহানুর রহমান সোহাগ, রেদওয়ান তুশার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।