নির্বাচন নিয়ে কি ভাবছে সেনাবাহিনী

নির্বাচন নিয়ে কি ভাবছে সেনাবাহিনী

দেশের সংকটাপন্ন মুহূর্তে সেনাবাহিনীকে দেখা গেছে রাষ্ট্র ক্ষমতা দখল করতে। ক্ষমতায় আরোহন করে ভালো করে না খারাপ করে সে বিষয়টা আপাতত আলোচনার বাইরে থাক। তবে দেশের পরিস্থিতি খারাপ হলেই তাদের দায়িত্ব নিতে দেখা যায়। নির্বাচন আসলে কিংবা সরকার বদলের সময়টাতে সেনাবহিনী তাই আরেকবার আলোচনায় আসে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ভরসার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও তাই সেনাবহিনীর গুরত্ব বাড়ছে। আর সে বিষয়েই বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী। আজ রবিবার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।

তিনি আরও বলেন, ‘আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধান হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি।’

এছাড়াও জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালনে সেনাবাহিনীর সর্বদা প্রস্তুত।

অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোন জটিলতা মোকাবেলা ক্ষমতা রাখেন বর্তমান সেনাপ্রধান। এখন দেখার বিষয় সেনাবাহিনী কতটুকু নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন? কতটুকু রক্ষা করেন ‘সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ স্লোগানের মান?