ফুটবল হচ্ছে গোলের খেলা। গোল হয়তো দলের জয় নিশ্চিত করে কিংবা হারতে বসা ম্যাচে সমতায় ফেরাতে পারে। তবে তাই বলে কি সব গোল ফুটবল ভক্তদের হৃদয় জয় করতে পারে? নাহ, পারে না। তবে এমন কিছু গোল আছে যা দেখার পর চাইলেও চোখ ফেরানো সম্ভব হয় না।আর এমন সব গোলগুলোকে বিশেষ সম্মাননা দিতেই ২০০৮ সাল থেকে ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’ চালু করা হয়। পুসকাস অ্যাওয়ার্ডটি মূলত রিয়াল মাদ্রিদের হাঙ্গেরিয়ান ফুটবলার ফ্রান্সেস পুসকাসের নাম অনুসারে দেয়া হয়। ১৯৫০-১৯৬০ সালের সময় টুকুতে হাঙ্গেরিসহ ইউরোপের অন্যতম দাপুটে ফুটবলার ছিলেন এই ফুটবলার। বিংশ শতাব্দীর সেরা গোলদাতাদের তালিকায় পুসকাস অন্যতম। তিনি জাতীয় দলের হয়ে মাত্র ৮৫ ম্যাচে ৮৪ গোলের রেকর্ড করেন এবং সর্বমোট ৫২৮টি ম্যাচ খেলে ৫১২ টি গোল করেন। তার এমন দুর্দান্ত পারফর্মেন্স তাকে ফুটবল ভক্তদের কাছে অমর করে রেখেছে এবং তার প্রতি সম্মান দেখানোর লক্ষ্যে ফিফা সেরা গোলের জন্য প্রদত্ত অ্যাওয়ার্ডটি তার নামে নামকরণ করে।
২০০৯ সালে ফিফার প্রেসিডেন্ট ব্লাটার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড চালু করেন।
২০০৮-০৯ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পোর্তোর বিপক্ষে মাঝ মাঠ থেকে করা দূর্দান্ত গোলের জন্য প্রথম পুসকাস অ্যাওয়ার্ড জয়ী হোন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
তারপর থেকেই প্রতি বছর সেরা গোলটিকে পুসকাস অ্যাওয়ার্ড জয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
পুসকাস অ্যাওয়ার্ড মনোনিত-র জন্য বিবেচ্য বিষয় সমূহ :
পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মূলত চারটি বিষয়ের দিকে খেলার রাখে ফিফা। বিষয়গুলো হলো-
১. এটি একটি দৃষ্টিনন্দন গোল হতে হবে। (গোলটি অবশ্যই লং রেঞ্জ শ্যূট, টিম গোল, ওভারহেড কিক, একক প্রচেষ্টায় দুর্দান্ত কোনো গোল হতে হবে।)
২. পুসকাস অ্যাওয়ার্ডের জন্য দেশ, লিঙ্গ, টুর্নামেন্ট এগুলো বিবেচনা করা হয় না। গোলটি যে কোনো টুর্নামেন্ট, দেশ কিংবা মহিলা কিংবা পুরুষ ফুটবলার যে কারও হতে পারে।
৩. যদি কোনো গোল ভাগ্যের জন্য কিংবা কোনো ভুলে অথবা নিজ দলের বা প্রতিপক্ষ দলের কোনো ফুটবলারের গাঁয়ে লেগে গোল হয় তাহলে এটি পুসকাস অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা কর হবে না। যদি অফ সাইডে গোল হলে তা ম্যাচ রেফারি না ধরতে পারে এবং পরবর্তীতে বুঝা যায় যে সেটি অফ সাইড গোল ছিলো। সেই গোল ও পুসকাস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হবে না।
৪. পুসকাস অ্যাওয়ার্ডের জন্য কোনো গোল মনোনীত হতে হলে গোলটি অবশ্যই শতভাগ বৈধ হতে হবে এবং উক্ত ম্যাচে গোলদাতাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সেই ম্যাচে তার বিরুদ্ধে ডোপিং এর অভিযোগ থাকা যাবে না।
কিভাবে পুসকাস অ্যাওয়ার্ড জয়ী নির্বাচন করা হয়?
প্রাথমিকভাবে ফিফার নির্বাচনী দল বছরের সেরা ১০ টি গোলের ভিডিও ক্লিপসহ ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়। সেখানে লগ ইন করে যে কেউ ভোট দিতে পারবেন। এটি সকল দেশ ও জাতির জন্য উন্মুক্ত। প্রথম পর্বে ভোটিং হওয়ার পর সেখান থেকে সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনকে নিয়ে আবার আলাদা করে ভোট হয়। সেখানে যে দুই রাউন্ড মিলিয়ে সর্বোচ্চ ভোট পাবেন তাকে পুসকাস অ্যাওয়ার্ড জয়ী হিসেবে ঘোষণা করা হয়।