জামিনে মুক্তি পেলেন ইসলামি চিন্তাবিদ তারিক রমাদান

জামিনে মুক্তি পেলেন ইসলামি চিন্তাবিদ তারিক রমাদান

দীর্ঘ ১০ মাস কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ তারিক রমাদান। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের একটি আপিল আদালত ৫৬ বছর বয়সী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপকের জামিন মঞ্জুর করে।

গত বছরের অক্টোবরে তারিক রমাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন হিন্দা আয়ারি ও নাম প্রকাশ না করা আরেক নারী। অভিযোগের ভিত্তিতে রামাদানকে গ্রেফতার করা হয়।

আদালত জামিনের শর্ত হিসেবে তিন লাখ ইউরো ও পাসপোর্ট জমা দেওয়া ছাড়াও সপ্তাহে একদিন পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারিক রমাদান আদালতে বলেছেন, “আমি কোথায় পালাবো?”

মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা মিরসীয় ইমাম হাসান আল বান্নার নাতি তারিক রমাদান। সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। উদারবাদী ইসলামের প্রচারক হিসেবে পশ্চিমা সমাজেও তার পরিচিতি উল্লেখযোগ্য। তবে সমালোচকরা তার ধারণাকে ফরাসি ধর্মনিরপক্ষেতার সাপেক্ষে সঙ্গতিহীন বলে মনে করে।

শুনানিতে তারিক রমাদান ফ্রান্সে থেকে তার সম্মান এবং নিজেকে নিদোর্ষ প্রমাণের জন্য লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।