‘প্রধানমন্ত্রী’ বাছাইয়ের ক্ষমতা সংখ্যাগরিষ্ঠদের দিচ্ছে ঐক্যফ্রন্ট

‘প্রধানমন্ত্রী’ বাছাইয়ের ক্ষমতা সংখ্যাগরিষ্ঠদের দিচ্ছে ঐক্যফ্রন্ট

‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করার পর চূড়ান্ত করা হল ‘প্রধানমন্ত্রী’ পদ বিষয়ক সিদ্ধান্ত। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে জয় লাভ করলে জোটের সংখ্যাগরিষ্ঠ দলের হাতেই থাকবে ‘প্রধানমন্ত্রী’ পদের জন্য নেতা ঠিক করার ক্ষমতা। আজ শুক্রবার বিকেলে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদকদের সাথে মত বিনিময়কালে একথা জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি। মাঠের জনপ্রিয়তার দিকে খেয়াল করলে ধারণা করা যেতেই পারে, ‘প্রধানমন্ত্রী’ পদের জন্য নেতা ঠিক করার দায়িত্ব পেতে পারে বিএনপিই।

সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা ধারণা করা কঠিন একটি বিষয়। এদিকে মতবিনিময় সভা থেকে বেরিয়ে কয়েকজন সম্পাদক মিডিয়ার সামনে বলেছেন, প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে তারা কোন স্পষ্ট উত্তর পাননি।

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে ড. কামাল ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সম্পাদকদের মধ্যে অংশ নেন- নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন সরকারের কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখতে এবং সহযোগিতা করতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ।