মৃত্যুর আগে খাশোগির শেষ কথা

মৃত্যুর আগে খাশোগির শেষ কথা

তুরস্কের প্রধান তদন্ত কর্মকর্তা তুর্কি দৈনিক ‘ডেইলি সাবাহ’য় খাশোগির মৃত্যুর ঠিক আগের অবস্থার কথা বর্ণনা করেছেন। সৌদি কনস্যুলেটের ভেতরকার এক অডিও রেকডিং থেকেই এমন তথ্য জানা যায়। খাশোগির শেষ কথা ছিলো “আমার দম বন্ধ হয়ে আসছে… এই ব্যাগটি আমার মাথার উপর থেকে সরাও, আমি ক্লাস্ট্রোফোবিয়ায় আক্রান্ত।”

খাশোগির মুখে প্লাস্টিক ব্যাগ বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নাজিফ কারামান। কারামান আরো জানান রেকোর্ডিং এর তথ্যমতে হত্যাকাণ্ডটি মাত্র সাত মিনিটে সংগঠিত হয়েছিল।

এদিকে গতকাল শনিবার তুর্কি রাষ্ট্রপতি এরদোগান বলেছেন খাশোগি হত্যার অডিও রেকর্ডটি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন খাশোগির হত্যাকারীরা ১৫ জনের একটি দলে ২রা অক্টোবরে ঘটনার কিছু ঘণ্টা আগে ইস্তাম্বুলে আসে। এবং এই তথ্য সৌদি আরব ভালোভাবেই জানে।

কারামান বলেন খাশোগিকে হত্যার পর মাত্র ১৫ মিনিটে তা শরীর টুকরো করা হয়। এবং এই টুকরো প্রক্রিয়ার আগে পুরো মেঝেতে পলিথিন বিছিয়ে নেয়া হয়। টুকরো করার পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেয় সৌদি সাইন্টিফিক কাউন্সিল অফ ফরেনসিক এর প্রধান সালাহ আল-তুবাইগি।

কারামান আরো উল্লেখ করেন তুর্কি পুলিশ খাশোগির লাশের অনুসন্ধান বন্ধ করে দিয়েছে তবে তারা হত্যাকারীদের ধরতে এবং আইনের আওতায় আনতে তদন্ত চালিয়ে যাবেন।

এদিকে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কাউন্সিলের প্রধানের বাড়িতে কিছু এসিডের সন্ধান পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে সেই রাসায়নিক দ্রব্য দিয়েই নষ্ট করে ফেলা হয়েছে খাশোগির লাশ।

ডেইলি সাবাহ’কে দেওয়া সাক্ষাৎকারে কারামান বলেন কিছুদিনের মধ্যেই কিছু যন্ত্রপাতির ছবি প্রকাশ করা হবে। সৌদির সেই দলটি মূলত এই সব যন্ত্রপাতি দিয়েই এই হত্যাকাণ্ডটি সম্পন্ন করে।

তার কথায় আরো জানা যায় যে তুরস্কের সংবাদ মাধ্যমে আরো কিছু তথ্য প্রকাশ করা হবে যার মাধ্যমে খাশোগির জীবনের শেষ মুহুর্তের আরো কিছু তথ্য সাধারণ মানুষ জানতে পারবে।

এই ঘটনায় গত মাসে সে দেশের প্রধান প্রসিকিউটর বলেন, খাসোগিকে সৌদি কনস্যুলেটে প্রবেশের সাথে সাথেয় শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে টুকরো টুকরো করে ফেলা হয়।

সৌদি আরব জানিয়েছে খাশোগি হত্যাকাণ্ডে তারা পাঁচজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ মোট আঠারো জনকে আটক করেছে। এদিকে আঙ্কারা এই আসামিদের তাদের দেশে সমর্পনের দাবি জানিয়েছে।