গতকাল ৯ নভেম্বর শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ। ইতোমধ্যে দলীয় শোডাউনের মধ্য দিয়ে চলছে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম। এবার সেই শোডাউনে মধ্যে নিজেদের গাড়ি চাপায় নিহত হল দুই তরুণ।
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের মধ্যেই নিহত হয়েছে আরিফ (১৫) এবং সুজন (১৭) নামের দুই তরুণ। এবং আহত হয়েছে অন্তত ১০ জন, যার মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ে নানক কিংবা সাদেক খানের কেউই গণমাধ্যমে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের মোহাম্মদপুর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকার সুনিবিড় হাউজিংয়ের সামনের সড়কে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।
মোহাম্মদপুর সুনিবিড় হাউজিংয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকা দিয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদেক খান ধানমন্ডি কার্যালয়ের দিকে গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান এমপি জাহাঙ্গীর কবির নানকের সমর্থকেরা ওই গাড়িবহরে বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হয়।
এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। কথা-কাটির জেরে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ।