কেলেঙ্কারির দুনিয়ায় জুভেন্টাস

কেলেঙ্কারির দুনিয়ায় জুভেন্টাস

এই সপ্তাহে ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস ১২১ বছরে পদার্পণ করায় জুভেন্টাসকে নিয়ে জবানের বিশেষ আয়োজন।


সময়কাল ২০০৬। সদ্য ইউরোপীয়ান সকল লিগ শেষ হয়েছে আর কিছুদিন পর শুরু হবে গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ বিশ্বকাপ ফুটবল। সব খেলোয়াড়রা যন তাদের জাতীয় দলের শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক তখনই বোমা ফাটায় ইতালিয়ান ফুটবল সংস্থা জিইএ। সেখানে তৎকালীন ইতালির ক্লাব ফুটবলের সাধারন ব্যবস্থাপক লুসিয়ানো মুগি ও আন্তোনিও গিরোডোর কল রেকর্ডিং প্রকাশ করেন যেখান স্পষ্টতই বুঝা যাচ্ছিলো- তারা রেফারি নিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতেন এবং একই সাথে অন্যান্য ক্লাব ও ফুটবল কর্মকতাদের সাথে নানা বিষয়ে সমোঝতা করতেন। সে সময় ইতালির গণমাধ্যমগুলো এ বিষয়ে বিস্তারিত ভাবে সংবাদ প্রকাশ শুরু করেন। পরবর্তীতে এটি নিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনে মামলা দায়ের করা হয়। এই ফিক্সিং এর ঘটনাকে ইতালির পত্রিকাগুলো ‘ক্যালসোপোপলি স্ক্যান্ডাল’ বলে অভিহিত করেন। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘ফুটবলের ভিলেন’। ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস, এসি মিলান, ফিওরেন্টিনা, লাজিও, রেজিনার মত জনপ্রিয় ক্লাবগুলিকে ক্যালসোপোপলি স্ক্যান্ডালের সাথে জড়িত দেখে পুরো ফুটবল বিশ্ব অবাক হয়েছে। তবে  মামলার তদন্তের শেষে জানা যায়। এ সকল ক্লাব জড়িত থাকলেও এর নাটের গুরু ছিলো জুভেন্টাসের ম্যানেজমেন্ট। তদন্ত রিপোর্টে এটাও উল্লেখ করা হয় যে  ২০০৪-০৫, ২০০৫-০৬ সিজনে জুভেন্টাস যে দুটি লিগ টাইটেল জিতেছে তার মাঝেও ফিক্সিং এর সত্যতা মিলেছে। পরবর্তীতে ফিক্সিং এ জড়িত সকল দলকে সাজা দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে সবচেয়ে বেশি সাজা দেওয়া হয় ফিক্সিং এর মূল হোতা জুভেন্টাসকে।

তাদের ২০০৪-০৫ এবং ২০০৫-০৬ সিজনের টাইটেল দুইটি ইন্টার মিলানকে দিয়ে দেয়া হয় একই সাথে জুভেন্টাসকে সিরিআ-এ থেকে সিরিআ-বি তে পাঠিয়ে দেয়া হয় একই সাথে ক্যালসোপোপলি স্ক্যান্ডালে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কারনে লুসিয়ানো মুগিকে ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেন এবং এফআইজিসি মেম্বারশীপ বাতিল করে দেন। আর আন্তোনিও গিরোডোকে ২০,০০০ ইউরো জরিমানা, পাঁচ বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ, তিন বছরের জেল এবং এফআইজিসির মেম্বারশীপ বাতিল করে দেন। এছাড়াও বিভিন্ন ক্লাব কর্মকর্তাসহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

জুভেন্টাসের শত বছরের ইতিহাসকে কলুষিত করেছিলো ক্যালসোপোপলি স্ক্যান্ডাল। সে সময় ইতালির অনেক ফুটবলার দল ছেড়েছিলো। তবে খুব বেশিদিন লজ্জায় বাস করতে হয়নি তুড়িন বুড়িদের। তার পরের সিজনেই সিরিআ-বি চ্যাম্পিয়ন হয়ে সিরিআ-এ তে উন্নীত হয় জুভেন্টাস। সেখান থেকেই ধারাবাহিক পারফর্ম ও একের পর এক ট্রফি জয় করে সমর্থকদের ভুলিয়ে দিয়েছে সেই দুঃসহ লজ্জাজনক স্মৃতি।