যুক্তরাষ্ট্রে আগে থেকেই আলোচিত ফিলিস্তিনি আমেরিকান অধিকারকর্মী রাশিদা তালিব। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রথম নারী কংগ্রেসওম্যান হলেন তিনি।
মিশিগান অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা রাশিদা পরিবেশ নিয়ে কাজ করার জন্য সুপরিচিত। মঙ্গলবারের নির্বাচনে তিনি অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ৪২ বছর বয়সী রাশিদা তালিব ডেমোক্রেট প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন। তিনি কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে নির্বাচিত হন।
২০০৮ সালে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়ে প্রথমবার ইতিহাস গড়েছিলেন এই মুসলিম নারী। এবার নির্বাচিত হলেন কংগ্রেসে। নির্বাচনে জয়ের পর মিডল ইস্ট আইকে রাশিদা তার সন্তোষ প্রকাশ করে বলেন, কংগ্রেসে অনেক কাজ বাকি আছে।
রাশিদা বলেন, আমার মনে হচ্ছে আমি উদযাপন করার চেষ্টা করছি এবং এই মুহূর্ত উপভোগ করছি। এটা খুবই দারুণ কিন্তু একইসঙ্গে আমি জানি অনেক কাজ বাকি আছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে মুসলিম এই কংগ্রেসওম্যান বলেন, তিনি ‘সবচেয়ে বড় বুলি’কে দেখে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কংগ্রেসওম্যান হিসেবে তার প্রথম ও প্রধান কাজ হচ্ছে নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করা।
রাশিদা বরাবরই ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার। দু’বছর আগে ডেট্রয়টে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
অন্যদিকে এবার যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সোমালিয়ান মুসলিম নারী ওমর ইলহাম। সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ওমর। তিনি কংগ্রেসের পাঁচ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন।
উল্লেখ্য, এর আগে মাত্র দুজন মুসলিম কংগ্রেসে নির্বাচিত হতে পেরেছিলেন। তারা দুজনই অবশ্য পুরুষ।