ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাতে এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল। চাকরিচ্যুত উক্ত তিন শিক্ষক হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার দত্ত, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক অভিষেক জামান ৷
অভিযোগ আছে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার দত্ত, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক অভিষেক জামান— এই দুইজন ছুটি শেষ হওয়ার সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যোগ দান করেননি, এমনকি বিশ্ববিদ্যালয়ের সাথে কোনও যোগাযোগও রাখেননি।
অন্যজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক আজহার জাফর শাহ-এর বিরুদ্ধে একাডেমিক কাজে ঔদাসীন্য এবং ঠিকঠাক ক্লাস না করানোর অভিযোগ আছে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, “ছুটি পার হওয়ার পরেও অননুমোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোরকম যোগাযোগ না রাখার কারণে প্রথম দুইজন (বিপ্লব কুমার দত্ত ও অভিষেক জামান) শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে৷ অন্য শিক্ষক আজহার জাফরকে কোনোরকম একাডেমিক সংশ্লিষ্টতা না থাকার অভিযোগে সিন্ডিকেট চাকরিচ্যুতয়হ করেছে।”
চাকরিচ্যুতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “বড় বড় মহল থেকে যখন নানা ধরনের সুপারিশ আসে৷ শক্ত নৈতিক অবস্থানে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়৷ আমরা সুশাসনে চলে আসছি৷ আমরা জাতিকে দৃষ্টান্ত দেখাতে না পারলে আর কেউ পারবে না।”