নাইজেরিয়ায় আরবাঈন শোকমিছিলে সেনাবাহিনীর গুলি, নিহত ২৭

নাইজেরিয়ায় আরবাঈন শোকমিছিলে সেনাবাহিনীর গুলি, নিহত ২৭

মাত্র দুই সপ্তাহ আগে জাতিগত দাঙ্গায় অর্ধশতাধিক নিহত হওয়ার পর এবার নাইজেরিয়ার নিহত হল ২৭ জন। দেশটিতে ইমাম হোসেন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈনের শোকমিছিলে সেনাবাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে ৩৭ জন শোকার্ত মানুষ নিহত হল। দেশটির ইসলামি আন্দোলনের মুখপাত্র ইব্রাহিম মূসা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত সোমবার রাজধানীতে শোকমিছিল চলাকালে শোকার্ত জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী। মিছিলকারীরা তাদের নেতা শেইখ যাকযাকির মুক্তির দাবিও জানাচ্ছিলেন। এর আগে গত শনিবার রাজধানীর অদূরের একটি এলাকায় শোকমিছিলে সেনাবাহিনীর হামলায় ১০ জন নিহত হয়।

গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ায় শোকার্ত মানুষের ওপর এ ধরনের বর্বরতা চলছে। এ পর্যন্ত কয়েকশ’ শোকার্ত মানুষ সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন।

২০১৫ সালে ১৩ ডিসেম্বর ইসলামি আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকি ও তার সমর্থকদের ওপর ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় শেইখ যাকযাকি’র তিন ছেলেসহ শত শত মানুষ নিহত হয়। শেইখ যাকযাকি-কে আহত অবস্থায় আটক করা হয়। দেশটির সুপ্রিম কোর্ট তাকে মুক্তির নির্দেশ দিলেও এখন ওই রায় বাস্তবায়ন করা হয় নি।