চলে গেলেন লিস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ

চলে গেলেন লিস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ

গত ২৭ শে অক্টোবর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিদিনকার মতই নিজস্ব হেলিকপ্টারে করে ফিরছিলেন লিস্টার সিটির মালিক থাই ধনকুব ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ ও তার দুই সহকারি, পাইলটসহ পাঁচ জন। তবে সেই হেলিকপ্টারের কারও আর ফেরা হয়নি নিজ ঘরে। কিং পাওয়ার স্টেডিয়াম থেকে নীল রঙের হেলিকপ্টারটি উড্ডয়ন করার কিছু সময় পর ই স্টেডিয়ামের বাহিরে পার্কিং লটে আগুনের গোলার মত আছড়ে পড়ে।

পরবর্তীতে উদ্ধার কর্মীরা উদ্ধার করার পর জানান, বিধ্বস্ত হওয়া সে হেলিকপ্টারে শ্রীবদ্ধনপ্রভের সঙ্গে ছিলেন তার দুই সহকারি নুরসারা সুকনামারি, কাভেপোর্ন পুনপারে ও হেলিকপ্টার চালকের স্ত্রী ইজাবেলা রোজা লেচোভিচ। হেলিকপ্টার চালক এরিক শ্যাফারসহ আরোহীদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

কিং পাওয়ার স্টেডিয়াম থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করার পর বেশ কিছু সময় আকাশে ভেসে থাকার পর নিচে নামার চেষ্টা করে এবং তখনই আগুন ধরে হেলিকপ্টারটি পার্কিং লটে আছড়ে পড়ে।

প্রাথমিকভাবে লিস্টার সিটি দুর্ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।

তবে দুর্ঘটনার দুইদিন পর গত পরশু দিন (২৯ শে অক্টোবর) লিস্টার সিটি ভিচাই শ্রীবদ্ধানাপ্রভের মৃত্যুর কথা গনমাধ্যমকে জানান।

২০১০ সালে  ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ লিস্টার সিটির মালিকানা গ্রহণ করার পর লিস্টার সিটির উত্থান শুরু হয়। তার ধারাবাহিকতায়ই ২০১৫-১৬ সালে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়ন হয়। দলের মালিকের মৃত্যুতে স্তব্ধ পুরো দল। ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ এর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে দলের সহ-অধিনায়ক ক্যাসপার স্মাইকেল, স্ট্রাইকার শিনজি ওকাজাকি ও জেমি ভার্ডি, ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে ও বেন চিলওয়েল সহ অনেক ফুটবল ব্যাক্তিত্ব ও ক্লাব।

ভিচাইয়ের মৃত্যুটিও ফুটবল ইতিহাসের পাতায় শোক কাতর দিন হয়েই থাকবে।