ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত পাঁচ ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত পাঁচ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জঙ্গি হামলায় নিহত হয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি। গতকাল রবিবার রাতে গাজা সীমান্তের কাছে বিমান থেকে বোমা ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, বোমা হামলায় নিহত শিশুদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মাহমুদ আবু সাইদ (১৪), আবদুল আজিজ আবু জাহির (১৩) এবং ইব্রাহিম আবদুল্লাহ আল-সুতারি (১৩)। তাদের নিকটস্থ আল আকসা মারটায়ার্স হাসপাতালে নেয়ার কথাও নিশ্চিত করেন তিনি।

বিস্ফোরক বহনের অপরাধে তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। এতে করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

উল্লেখ্য, গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

প্রথমদিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল।