মৌসুমের প্রথম এল-ক্লাসিকো আজ

মৌসুমের প্রথম এল-ক্লাসিকো আজ

সিজনের শুরু থেকেই সময়টা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। জিদানের পদত্যাগ ও রোনালদোর দল বদলের পর এখনও ঠিকভাবে দল গুছিয়ে উঠতে পারছে না রিয়াল মাদ্রিদের নতুন কোচ লোপেতিগে। লিগ টেবিলে মাদ্রিদের অবস্থান এখন অষ্টম। বলাই বাহুল্য, এমন সময় এল ক্লাসিকোতে ভালো কিছু করে দেখানোটা লোপিতেগির জন্য এক বিরাট সুযোগ। যদি এল ক্লাসিকো তে ভালো কিছু করে তাহলে হয়তো এ যাত্রায় তার চাকরিটা বেঁচে যাবে; নয়তো মাদ্রিদের ডগ আউট থেকে তাকে চলে যাওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন এই স্প্যানিয়ার্ড। অন্যদিকে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ইন্জুরিতে থাকলেও দলের অবস্থান ও দলের বাকিদের ফর্ম দেখে কিছুটা স্বস্তিতেই থাকতে পারে ভালভার্দে ও তার শিষ্যরা। তবে আজকের ম্যাচ জয়ের জন্য যে দুই দলই মরিয়া তা বলার অপেক্ষা রাখেনা। কারন এল ক্লাসিকোতে জয় পরাজয় শুধু লিগ টেবিলের হিসাবে সীমাবদ্ধ নয়, এটি দুই স্প্যানিশ জায়ান্টদের সম্মানও এর সাথে জড়িত।
আজ রাত শোয়া নয়টায় ক্যাম্প ন্যুতে শুরু হবে দুই দলের লড়াই। চলুন তার আগে জেনে নেয়া যাক কিছু তথ্য।

  • এই পর্যন্ত লা-লিগায় রিয়াল মাদ্রিদকে ৭০ ম্যাচে পরাজিত করেছে বার্সেলোনা। অন্যদিকে বার্সেলোনাকে ৭২ ম্যাচে পরাজয়ের স্বাদ দিয়েছে রিয়াল মাদ্রিদ।
  • ক্যাম্প ন্যুতে শেষ ৩ ম্যাচে রিয়াল মাদ্রিদ ২ড্র ও ১ জয় নিয়ে অপরাজিত রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ক্যাম্প ন্যুতে টানা ৪১ ম্যাচ অপরাজিত রয়েছে বার্সেলোনা।
  • বার্সেলোনা লা লিগায় তাদের সর্বশেষ ৩৬ টি হোম ম্যাচে কমপক্ষে ২ টি করে গোল করেছে।
  • প্রায় ১০ বছর পর মেসি-রোনালদো বিহীন এল ক্লাসিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচের ৫ টিতেই ২ টি করে গোল করেছে।
  • ক্যাম্প ন্যূতে সর্বশেষ ৪ টি এল ক্লাসিকোর একটিতেও জয় পায় নি বার্সেলোনা।
  • লিগের সর্বশেষ ৭ এল ক্লাসিকোতে সুয়ারেজ করেছে ৬ গোল অন্যদিকে বেনজেমা করেছেন ৯ গোল ও ৭ টি এ্যাসিস্ট।