ইতিহাসের এই দিনে : আমেরিকান বাস্কেটবল লীগ শুরু

ইতিহাসের এই দিনে : আমেরিকান বাস্কেটবল লীগ শুরু

১৯৬১ সালের আজকের দিনে আমেরিকান বাস্কেটবল লীগ শুরু হয়। ১৮৯১ সালে ড. জেমস নাইসিথ বাস্কেটবল খেলা আবিষ্কার করেন। প্রথম দিকে বাস্কেটবল খেলা শুধুমাত্র কানাডা ও আমেরিকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা পেশাদার পর্যায়ে ও শুরু হয়। ১৯২৫ সালে বাস্কেটবলকে ফুটবল খেলার একটি অংশ হিসেবে মনে করা হতো। সে সময় ফুটবলের নিয়ম কানুনের আলোকে প্রথমবার আমেরিকা বাস্কেটবল লীগ আয়োজন করেন। তবে সেই টুর্নামেন্ট সফল ভাবে সম্পূর্ণ করতে পারেনি। পরবর্তীতে ১৯৪৮ সালে বাস্কেটবল খেলার নিয়ম ও সরঞ্জামাদি তে বেশ কিছু পরিবর্তন আনা হয়। তারপর থেকে বাস্কেটবলকে ফুটবলের কোনো অংশ মনে করা হয় না। ১৯৬১ সালে আমেরিকান বাস্কেটবল লীগ (এবিএল) প্রতিষ্ঠিত করা হয়। ১৯৬২ সালে প্রথমবারের মত আমেরিকান বাস্কেটবল লীগ শুরু হয়।