ইতিহাসের এই দিনে : আধুনিক ফুটবলের যাত্রা শুরু

ইতিহাসের এই দিনে : আধুনিক ফুটবলের যাত্রা শুরু

ফুটবলের জন্ম অনেক বছর আগে হলেও আধুনিক ফুটবলের শুরু হয় ১৮৬৩ সালের আজকের দিনে। ১৮৬৩ সালের ২৬ অক্টোবর ইংল্যান্ডে ফুটবলে আইন প্রণয়নের জন্য ‘দ্যা ফুটবল এ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করে। সে সময় পর্যন্ত রাগবিকেও ফুটবলের অংশ হিসেবে বিবেচনা করা হতো। তবে ফুটবল এ্যাসোসিয়েশন যখন ফুটবল খেলার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করেন তখন রাগবির বেশ কিছু নিয়ম এখান থেকে বাদ হয়ে যায়। যা রাগবি ক্লাব ও সমর্থকরা ভালোভাবে নেয় নি। সে সময়কার রাগবির জনপ্রিয় ক্লাব ব্ল্যাকহিথ ফুটবল এ্যাসোসিয়েশন থেকে বের হয়ে আসে এবং ঘোষণা করেন যে ফুটবল এবং রাগবি ভিন্নধর্মী খেলা। সে সময় থেকে ফুটবল রাগবি থেকে আলাদা হয়ে এককভাবে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। সেদিন ইংল্যান্ডে প্রতিষ্ঠিত ফুটবল এ্যাসোসিয়েশন বর্তমান ফুটবলের রূপ নেয়। এর আগে ফুটবলের মাঠের নির্দিষ্ট আকার ছিলো না, ছিলো না কোনো নির্দিষ্ট নিয়ম। ফুটবল এ্যাসোসিয়েশন ফুটবলের মাঠের আকার নির্ধারণ থেকে শুরু করে ফুটবল সম্পর্কিত বেশ কিছু নিয়ম সংযোজন করে যা পরবর্তীতে সংস্কার করা হলেও আধুনিক ফুটবলের জন্ম দ্যা ফুটবল এ্যাসোসিয়েশন, লন্ডনের হাত ধরেই শুরু।