পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘দেবী’

পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘দেবী’

‘রাজকাহিনী’ থেকে ‘এক যে ছিল রাজা’, স্বচ্ছন্দ এবং স্বতঃস্ফূর্ত অভিনয় প্রতিভার জন‍্য ওপার বাংলায় প্রশংসিত হয়েছেন পদ্মাপারের বাংলার জয়া আহসান। ২০১৩ সালে অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন তিনি। তারপর বেশ কয়েকটি শর্ট ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সাবলীল অভিনয় করে মন কেড়ে নিয়েছেন কলকাতার ফিল্ম ক্রিটিক তথা চলচ্চিত্রপ্রেমীদের‌। টলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাত চিনিয়ে অর্জন করেছেন টেলি সিনে অ্যাওয়ার্ড (‘রাজকাহিনী’, বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস); আইবিএফএ জি সিনে অ্যাওয়ার্ড (‘বিসর্জন’, বেস্ট অ্যাকট্রেস)। এবার কলকাতায় চলচ্চিত্র প্রযোজনার ময়দানে পা রাখতে চলেছেন জয়া আহসান।

‘C তে সিনেমা’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। তাঁর সংস্থা প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’ গত ১৯ অক্টোবর বাংলাদেশে সাড়ম্বর মুক্তি পেয়েছে। প্রথম পাঁচদিনে আশাজনক ব‍্যবসা করেছে ‘দেবী’, দাবি করছেন গর্বিত জয়া। আত্মবিশ্বাসী জয়ার মন্তব্য, “ডিস্ট্রিবিউটর বলেছেন, ছবির গ্রোথ খুব ভালো। মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনেও রমরমিয়ে চলছে আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ভালো কনটেন্ট নিয়ে ছবি বানালে দর্শক প্রত‍্যাখান করেন না, প্রমাণ করল ‘দেবী’।”

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত ‘দেবী’ গল্পটি অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালক অনম বিশ্বাস। মিসির আলির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানুর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।

পশ্চিমবঙ্গে কি রিলিজ করবে এই চলচ্চিত্র? জয়া আহসান বলছেন, “আমার এই ছবিটির পোস্ট প্রোডাকশন, সাউন্ড ডিজাইন, মিউজিক ইত‍্যাদি অনেক কাজ কলকাতায় হয়েছে। তাই এই ছবি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র-অনুরাগীদেরও। বাংলাদেশ আমার অর্ধেক হলে, পশ্চিমবঙ্গও আমার অর্ধেক। কলকাতায় অভাবনীয় সাড়া পেয়েছি। অবশ্যই সেখানের দর্শকদের দেখাতে চাই ‘দেবী’। তবে রিলিজ ডেট এখনও চূড়ান্ত হয়নি। আমি সঠিক প্রসেস অনুযায়ী সততার সঙ্গে কাজ করতে চাই। ছলচাতুরির মাধ্যমে কাজ করতে নারাজ আমি। তাই প্রযোজক হিসাবে নিজেকে একটু গুছিয়ে নিয়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে প্রযোজনা শুরু করব।”

এখন প্রহর গুনছে কলকাতার হাজারো জয়া-অনুরাগী!