ইতিহাসের এই দিনে ১৯৫২ সালের আজকের দিনে পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে জয় পায়। ১৯৫২ সালে ১৬ অক্টোবর প্রথম টেস্টে পাকিস্তান দিল্লিতে ভারতের মুখোমুখি হয়েছিল। যদিও প্রথম টেস্টে পাকিস্তান ভারতের কাছে ধরাশায়ী হয়ে বড় ব্যবধানে হেরে যায়।তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয় নি ফজল মাহমুদেরা। লক্ষ্মৌতে প্রথম জয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে নজর মাহমুদের সেঞ্চুরি ও ফজল মাহমুদের দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেওয়ার উপর ভর করেই সেই ম্যাচে সহজে জয় পায় পাকিস্থান।প্রথম ম্যাচে পাকিস্তানের খেলা দেখে পাকিস্তানকে দূর্বল প্রতিপক্ষ ভাবে ভারত। তাই দ্বিতীয় টেস্টে ভারতের সেরা বোলার ভিনু মানকড়সহ মূল একাদশের দুজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিলো ভারতের টিম ম্যানেজমেন্ট । ভিনু প্রথম টেস্টে দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইন আপ ধসিয়ে নামিয়ে ছিলো। তাই দ্বিতীয় ম্যাচে তার অনুপস্থিতির সুযোগ নিতে মোটেও ভুল করেনি পাকিস্তান।
উল্টো সেই ম্যাচে পাকিস্তানি বোলার ফজল মাহমুদের দূর্দান্ত বলে ভারতের ব্যাটিং লাইন আপে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। লক্ষ্মৌ টেস্টে প্রথম ইনিংসে ফজল মাহমুদ ২৪.১ ওভার বল করে ৫২ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া মাহমুদ হোসেন ৩ টি ও মাকসুদ হেসেন ২ টি করে উইকেট নেন।পাকিস্তানি বোলিং তোপে পড়ে ১০৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
পাকিস্তান ব্যাটিং এ নেমে বেশ ভলোভাবেই শুরু করে। তবে হানিফ মাহমুদ আউট হওয়ার পর নির্দিষ্ট বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকলেও অন্য পাশ আগলে ছিলো নজর মাহমুদ।পাকিস্তানের সেই ইনিংসে ১২৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তান ৩৩১ রান সংগ্রহ করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে ভারত। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামলেও এবার আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ফজল মাহমুদের দূর্দান্ত বোলিং এ ১৮২ রানে থেমে যায় ভারতের ইনিংস। ভারতকে ৪৩ রান ও ইনিংস ব্যবধানে হারিয়ে পাকিস্তান তাদের প্রথম টেস্ট জয় করে নেয়। দ্বিতীয় ইনিংসে ২৭.৩ ওভার বল করে ৪২ লাগে ৭ উইকেট নিয়ে ছিলেন ফজল মাহমুদ।