আগামী অক্টোবরেই এস-৪০০ বসাচ্ছে তুরস্ক

আগামী অক্টোবরেই এস-৪০০ বসাচ্ছে তুরস্ক

অবশেষে রুশ প্রতিরক্ষা এস-৪০০ সংশয় দূর হচ্ছে। আমেরিকা এবং ন্যাটোর বিরোধিতার পরও রাশিয়ার নিকট থেকে এস-৪০০ ক্রয় করেছিল তুরস্ক। হয়তো আশা ছিল তুরস্ক হয়তো তা স্থাপনে বিলম্ব করবে অথবা বসাবে কিনা সে বিষয়টি ভেবে দেখবে। কিন্তু সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছর অক্টোবরেই তা স্থাপনের ঘোষণা আসল তুরস্কের পক্ষ থেকে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশ রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পাওয়ার পর আগামী অক্টোবর মাস নাগাদ তা স্থাপনের কাজ শুরু করবে। তিনি বলেন, “এস-৪০০ কমপ্লেক্স প্রতিষ্ঠার কাজ শুরু হবে ২০১‌৯ সালের অক্টোবর মাসে। এজন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।”

হুলুসি আকার আরও বলেন, “আমরা এখন এস-৪০০ বসানোর লোক রিক্র্যুট করছি। নির্বাচিত লোকজনকে রাশিয়ায় প্রশিক্ষণ নেয়ার জন্য পাঠানো হবে যাতে তারা এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে। তারা দেশে ফিরে এসে কাজ শুরু করবে।”

উল্লেখ্য, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাসে চুক্তি করে মস্কো ও আংকারা। এ চুক্তির পর ন্যাটো জোটে তুরস্কের কয়েকটি মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারতও এস-৪০০ ক্রয়ে চুক্তিবদ্ধ হয়েছে। তবে কবে নাগাদ ভারত তা স্থাপনের জন্য কাজ করবে সে বিষয়টি নিশ্চিত করে নি।