আল মাহমুদ সুস্থ আছেন

আল মাহমুদ সুস্থ আছেন

কবি আল মাহমুদের অবস্থা এখন স্থিতিশীল। আজ মঙ্গলবার সকাল থেকে ‘কবি আল মাহমুদ মারা গেছেন’ এমন গুজব ছড়িয়ে পড়লে, তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সুস্থ আছেন। বার্ধক্যজনিত কারণে তিনি গত কিছুদিন যাবৎ শয্যাশায়ী। চিকিৎসা নিচ্ছেন ইবনে সিনা হাসপাতালে।

গতকাল সোমবার রাতে কবি আল মাহমুদের ছোট ভাই মীর মোহাম্মদ ফরহাদ হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুবরণ করেছেন। যে কারণে আল মাহমুদ কিছুটা ভেঙে পড়েছেন।  বার্ধক্যজনিত রোগ ছাড়া তার কোন সমস্যা নেই বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন কবি আল মাহমুদের প্রধান সচিব কবি আবিদ আজম।

এদিকে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আল মাহমুদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জীবদ্দশায় কবির যেন প্রকৃত মূল্যায়ন হয় সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছে তার পরিবার। কবি আল মাহমুদ তার ভক্তদের কাছে দোয়াও কামনা করেছেন বলে জানান আবিদ আজম।

রাজনীতির নোংরা খেলায় কবি আল মাহমুদ আজ অবহেলিত। সোনালি কাবিনের এই কবির বাংলা সাহিত্যে অবদানকে অস্বীকার করাটা একসময় পুরো জাতিকে অপরাধী করে তুলবে বলে মনে করেন তার ভক্তরা।