গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার একটা পরিণতি ইতোমধ্যে হয়েছে। ঐক্য প্রক্রিয়া নিয়ে নানান গড়িমসি করায় বিকল্পধারাকে বাদ দিয়েই গঠিত হয় ঐক্য। ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে বিকল্পধারা ছাড়া বাকি সবাই রয়েছে।
কিন্তু রাজনীতির খেলা যে কখনোই শেষ হয় না। তাই বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং যুগ্ম মহাসচিবের দেখানো খেলার একটা প্রতিক্রিয়া সবাই আশা করেছিল। সে খেলা যে এতটাই মুখরোচক হবে তা কে জানত? এবার বিকল্পধারা থেকেই বাদ পড়ে গেলেন পিতা-পুত্র, অর্থাৎ সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং তার পুত্র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী । সাথে নিয়ে গেলেন প্রিয় সহচর মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানকে। সবচেয়ে বড় কথা, নতুন করে যে বিকল্পধারার কমিটি ঘোষণা করা হয়েছে, তারা যোগ দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টে। সুতরাং ঐক্যের এই মহা আয়োজন থেকে শ্রেফ পিতা-পুত্রই বাদ।
আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের নতুন এই কমিটি ঘোষণা করা হয়। অধ্যাপক নুরুল আল বেপারীকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ আহমদ বাদলকে মহাসচিব করে নতুন এই কমিটি ঘোষণা করা।
অন্যদিকে প্রাক্তন সভাপতি, মহাসচিব এবং যুগ্ম মহাসচিবের অব্যাহতি বিষয়ে বলা হয়, তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি দেওয়া ওই তিনজন ছাড়া বিকল্পধারার সবাই তাদের সঙ্গে রয়েছে দাবি করে নতুন কমিটির মহাসচিব শাহ আহম্মেদ বাদল বলেন, যত দ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে বিকল্পধারার সকল নেতাকর্মী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেবে বলেও তিনি জানান।