হাসতে দেখ, গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখে না কেউ, হাসি শেষে নীরবতা..
হাসিমুখটায় আর হাসি নেই, চোখ মেলে আর গাইবেন না প্রিয় কোনো গান। কিন্তু, চারিদিকে বড্ড কোলাহল আজ; অমর সব গানের স্রষ্টা, ব্যান্ড জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু আর নেই। নিয়তির অমোঘ নিয়ম মেনে আজ সকাল ৯টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
গানের কথার মতনই হাসি শেষে নীরবতা দেখার জন্য কেউ পাশে ছিল না, অবচেতন অবস্থায় ড্রাইভার তাকে উদ্ধার করে হাসপাতালের পথে নিতে নিতে সব শেষ। স্কয়ার হাসপাতালের বিছানা থেকে ফিরে এসে আর হাতে নেয়া হল না রুপালি গিটার।
কয়টি গানের নাম নিবো? নব্বইয়ের দশকে তার কোন অ্যালবামের কোন গানটি সাড়া জাগায়নি? রুপালি গিটার, আমি কষ্ট পেতে ভালোবাসি কিংবা সাবিত্রি রয়…
কত কত অমর সৃষ্টি। ফিলিংস দিয়ে যাত্রা শুরু করে সোলস হয়ে নিজের তৈরি এল আর বি। কত রাত শ্রোতাদের মাতিয়েছেন গিটারের মূর্ছনায়, সুরের মোহে, সব কিছু যেন আচমকাই শেষ হয়ে গেল।
আইয়ুব বাচ্চুর বহু জনপ্রিয় গানের মধ্যে অন্যতম সেই তুমি। এ গানটি শুনেননি এমন আদমি পাওয়া বিরল। বিদায়লগ্নে এ গানটির কথা বিশেষ ভাবে মনে পড়ছে কারণ, প্রচণ্ড ভালোবেসে পরিণয়ে বাঁধা পড়া এক জুটি বিচ্ছেদের পর আবারো এক হয়েছিলেন এ গানটি শুনে। গল্পের মতন শোনালেও এটি বাস্তব ঘটনা। যার গান বিচ্ছেদকে পুনরায় ভালোবাসায় রুপ দিতে পারে তার চলে যাওয়াটা মেনে নেয়া কষ্টের।
জীবনটা গানের লাইন না, তাই কষ্ট পেতে আইয়ুব বাচ্চুও আর কখনো ফিরবেন না। পথটাই যাওয়ার, এর আর কোনো ফিরে আসা নেই। না ফেরার দেশে ভালো থাকুন এই সুরস্রষ্টা…