ধর্ষিতার পিতার সামনে ধর্ষকের ফাঁসি

ধর্ষিতার পিতার সামনে ধর্ষকের ফাঁসি

ভারত অধ্যুষিত কাশ্মিরের কাঠুয়া অঞ্চলে চলতি বছরের ১০ জানুয়ারি মাত্র আট বছর বয়সের শিশুকন‍্যা আসিফা বানুকে অপহরণ করে কিছু দুষ্কৃতি। স্থানীয় মাতব্বর চাচা-ভাইপো, জনাকয়েক পুলিশকর্মী একটি মন্দিরে ওই বাচ্চা মেয়েটিকে কয়েকদিন লুকিয়ে রাখে, সকলে মিলে যথেচ্ছ ধর্ষণ করার পর পাথর দিয়ে থেঁতলে হত্যা করে তাকে। ধর্ষকের ফাঁসির আইন বলবৎ আছে, তবে আজ পর্যন্ত এই পাশবিক ধর্ষণকাণ্ডে দোষী সাব‍্যস্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সমর্থ হয়নি ভারতীয় শাসনব্যবস্থা। পাকিস্তান এক শিশুকন্যা ধর্ষকের ফাঁসি দিয়ে নজর কেড়ে নিল বিশ্বের। ইমরান খানের সরকার দেখিয়ে দিল, দুষ্টের দমনে তারা কঠোর!

ইমরান আলি নামের ২৪ বছর বয়সী এক নরপশু ছয় বছর বয়সী শিশুকন্যা জয়নাব আনসারিকে ধর্ষণ করার পর খুন করে। ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত দোষী সাব‍্যস্ত হওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান অ্যান্টি টেররিস্ট কোর্ট ইমরান আলিকে ফাঁসির সাজা ঘোষণা করে। জয়নাবের পিতা মুহম্মদ আমিন দাবি করেন, তার চোখের সামনে ফাঁসি দেওয়া হোক মেয়ের ধর্ষকের। মঙ্গলবার রাতে লাহোর জেল কর্তৃপক্ষ মুহম্মদ আমিনের সঙ্গে ৪৫ মিনিটের একটি বৈঠক করে। আমিনের ইচ্ছাকে মান‍্যতা দিয়ে ম‍্যাজিস্ট্রেট আদিল সরওয়ার তার উপস্থিতিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফাঁসি দেন ধর্ষক ইমরান আলির। ফাঁসি দেওয়ার সময় ইমরানের দুই বন্ধু এবং দাদা উপস্থিত ছিলেন কোট লাখপত জেলের মধ‍্যে। প্রথা ভেঙে ধর্ষকের ফাঁসি হয় ধর্ষিতার পিতার সম্মুখে।

ভোটব‍্যাঙ্কের কথা ভেবে নারী জাতিকে অযথা তোল্লাই দিয়ে বিজ্ঞাপনি ঢক্কানিনাদ নয়, খুন-ধর্ষণের কঠোরতম শাস্তি প্রয়োগই ক্রমশ বিলোপ করতে পারে এহেন জঘন‍্যতম অপরাধ। পাকিস্তান কর্তৃক ধর্ষকের ফাঁসির শাস্তি কি টনক নড়াবে পার্শ্ববর্তী দেশগুলোর প্রশাসনের?