মন্ত্রিসভায় ঐতিহাসিক রদবদলের পর ‘শান্তি মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করলেন ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবিয়ে আহমেদ। দেশটিতে জাতিগত দাঙ্গা বা সহিংসতা রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী হওয়ার পর গতকাল প্রথমবারের মত মন্ত্রিসভায় রদবদল করলেন। যেখানে মন্ত্রিসভার অর্ধেক সদস্য নারী। এর আগে ইথিয়োপিয়া কিংবা আফ্রিকা মহাদেশের কোন দেশের মন্ত্রিসভায়ই এত বেশি নারী সদস্য ছিল না। তিনি মন্ত্রীসভার সদস্য সংখ্যাও সংকোচন করেন। ৪২ বছর ধরে চলে আসা ২৮ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভাকে ২০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় রূপান্তরিত করেন।
শান্তি মন্ত্রণালয় খোলা সম্পর্কে আবিয়ে আহমেদ আইনপ্রণেতাদের বলেন, “এদেশের প্রধান সমস্যাই হচ্ছে শান্তির অভাব। আর এই মন্ত্রনালয়ের কাজই হবে শান্তির উদ্দেশ্য সকলকে বোঝানো এবং শান্তি প্রতিষ্ঠা করা।”
১০ কোটি জনসংখ্যার এই দেশে গত এক বছরের দাঙ্গায় প্রায় ২২ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। এই সকল সহিংস পরিস্থিতির মূল কারণই ছিলো জাতিগত বিরোধ।
রাষ্ট্রীয় তথ্য মতে, এই মন্ত্রনালয়ের নেতৃত্ব দিবেন ইথিয়োপিয়ার সংসদের সাবেক স্পিকার মাফারিয়াত কামিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী এই মন্ত্রনালয়ের তদারকির দায়িত্ব পালন করবে।
আবিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছেন। তিনি প্রতিবেশী রাষ্ট্র ইরিট্রিয়ার সাথে শান্তি চুক্তি করেছেন। সে দেশের প্রধান অর্থনৈতিক খাত টেলিযোগাযোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
এছাড়াও তিনি ইথিয়োপিয়র বেশ কিছু বিদ্রোহী সংস্থার সাথে আলোচনায়ও বসেছেন এবং তাদের প্রতি আশ্বাস দিয়েছেন, তারা শান্তির পথে ফিরে এলে তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও নিয়ন্ত্রণ বন্ধ করা হবে। যদিও এই সকল আশ্বাসে ইথিয়োপিয়ার জাতিগত দাঙ্গা এতটুকুও কমেনি বরং প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর তা আরও অবনতির দিকে গিয়েছে।
মন্ত্রিসভার রদবদলের ক্ষেত্রেও আবিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রথমবারের মত নারী মন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। সাবেক গণপূর্ত মন্ত্রী আয়েশা মোহাম্মদকে এই দায়িত্ব দেয়া হয়েছে। আব্রাহাম তেকেস্তেকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে উপ-অর্থমন্ত্রী আহমেদ সিদেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন অনেক মুখ নিয়েই আরো ঘোষণা করা হয়েছে কৃষি মন্ত্রণালয়, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয়ের, শ্রম, জ্বালানি ও খনিজ, পরিকল্পনা ও উন্নয়ন, রাজস্ব, বিজ্ঞান, বাণিজ্য, পরিবহন, নগর উন্নয়ন, নারী বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীদের নাম।
গত দশকের তুলনায় এই দশকে ইথিয়োপিয়ার অর্থনৈতিক উন্নতি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে জাতিগত সহিংসতা এই উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর তাই আবিয়ে ‘শান্তি মন্ত্রণালয়’ খোলার সিদ্ধান্ত নিয়েছেন।