ইরান-পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সেনা অপহৃত

ইরান-পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সেনা অপহৃত

ইরানের নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। সংবাদমাধ্যম রয়টার্স’র দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। অপহৃত ১৪ নিরাপত্তা সদস্যের মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরাও রয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএন-এ এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় অপহরণকারীরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।

গত কয়েক মাস ধরেই ইরানের পূর্বাঞ্চলে সুন্নী মুসলমানদের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী চক্রগুলো নিরাপত্তা বাহিনীর উপর নির্লিপ্ত ভাবে হামলা করে আসছিলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন জানিয়েছেন “ঐ ১৪ সদস্যকে ভোর চারটা-পাঁচটার দিকে লুলাকদান এর সীমান্ত এলাকা থেকে অপহরণ করা হয়েছে।“

সিস্তান-বেলুচিস্তানের সুন্নি অধ্যুষিত লুলাকদান বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী এবং মাদক ব্যবসায়ীদের জন্য অভয়ারণ্য ছিল।

গত মাসে ইরানের বিপ্লবী বাহিনী ৪ জন সুন্নি মুসলিম জঙ্গিকে হত্যা করে বলে জানা যায়। সীমান্তপাড়ি দিয়ে পাকিস্তান যাওয়ার সময় তাদের হত্যা করা হয়। মৃত ওই ৪ জনের মধ্যে তাদের দ্বিতীয় প্রধান নেতা জাইশ আল-আদলও ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গিগোষ্ঠী ইরানের সেনাবাহিনীর উপর কয়েকবার আক্রমণ করেছে।

ইরান রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে অপহৃতদের মধ্যে কিছু ছিল ইরানের বিপ্লবী বাহিনীর অন্তর্গত আধা সামরিক ‘বাসিজ’ বাহিনীর সদস্য।

এদিকে ইরান জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য। পাকিস্তান এখনি এটাকে মোকাবেলা না করলে একদিন ইসলামাবাদকেই আক্রান্ত হতে হবে। দেখা বিষয়, নতুন সরকার সেনা অপহরণের এই বিষয়ে কিভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে  সামাল দেয়?