পাকিস্তান এবং ভারত দুই চিরপ্রতিদ্বন্দী। একথা তার মিত্র দেশগুলোও সমান ওয়াকিবহাল। তাই কোন দেশের বন্ধুই চায় না, তার বন্ধু চিরশত্রুর চোখ রাঙানি সহ্য করুক। তাইতো ভারত এস-৪০০ প্রতিরক্ষা কেনার সপ্তাহ না পেরোতেই চীন পাকিস্তানেকে উন্নতমানের সামরিক ড্রোন সরাবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
‘উইং লুং ২’ নামের ৪৮টি ড্রোন সরাবরাহের চুক্তি হয়েছে বলে জানা গেছে। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে তা এখনো জানা যায়নি। ‘উইং লুং ২’ একটি স্বয়ংক্রিয় বিমানব্যবস্থা। এটি একই সময়ে একাধিক স্ট্রাইক করতে সক্ষম। এটি নির্মাণ করেছে বেইজিংয়ের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্র্রিয়াল কোম্পানি।
পাকিস্তানের অস্ত্রের প্রধান উৎস যেখানে চীন। সেখানে ড্রোন সরাবরাহ করাটা স্বাভাবিক। কিন্তু এমন একটি সময়ে ড্রোন সরাবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে যখন ভারত ঘরে আনছে রাশিয়ান এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার সাথে এই চুক্তির ফলে ধারণা করা হয়েছিল, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের চিরশত্রু পাকিস্তান। কিন্তু চীন সে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে। পাকিস্তানকে পাল্টা ড্রোন দিয়ে সামরিক দিক থেকে মজবুত করে তুলেছে। এর আগেও ভারত মহাসাগরে আধিপত্য প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকে সাবমেরিন দেয়ার ঘোষণা দিয়েছিল চীন। সে সাবমেরিন এখন নির্মাণাধীন।
এ চুক্তি নিয়ে দু’দেশের কেউ মুখ না খুললেও এটা পরিস্কার যে, রাশিয়া-ভারত চুক্তির পাল্টা চুক্তি এই পাকিস্তান চীন চুক্তি। উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারি মাসে ‘উইং লুং ২’ এর সফল পরীক্ষা চালায় চীন।