ভারতে মন্দিরে গরুর মাংস ছোড়ার সময় ধরা পড়ল আরএসএস কর্মী?

ভারতে মন্দিরে গরুর মাংস ছোড়ার সময় ধরা পড়ল আরএসএস কর্মী?

ভারত ক্রমাগত মুসলমানদের জন্য আতঙ্ক হয়ে উঠছে। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও দেশটির সর্বাধিক সাম্প্রদায়িক সংগঠন আরএসএস’র আগ্রাসনে একের পর এক নিপীড়নের শিকার হচ্ছে মুসলমানরা। তারা গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে চরম হিংস্রাত্মক মনোভাব প্রকাশ করে আসছে।

গত সোমবার রাতে মোহাম্মদ আখলাক নামে ৫০ বছর বয়েসি একজন মুসলমানকে বিচার বহির্ভূতভাবে ফাঁসি দেওয়া হয়। যখন স্থানীয় মন্দিরে ঘোষণা আসে যে, তার পরিবার গুরুর মাংস ভক্ষণ করছে। সাথে সাথে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

এই সব ঘটনা অত্যন্ত অমানবিক। কিন্তু এই ‘গরু’ নিয়ে রাজনীতিকে আরও জঘন্য পর্যায়ে নিয়ে গেছে বিজেপি ও আরএসএস। বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছে। আর তা হল, একজন আরএসএস কর্মী বোরকা পরে অর্থাৎ মুসলমান সেজে ভারতের আজমগড় এলাকায় একটি মন্দিরে গরুর মাংস নিক্ষেপ করা অবস্থায় ধরা পড়েছে।

ঘটনাটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব না হলেও এরকম ঘটনা এই মুহূর্তে ঘটতে পারে সেটা অসম্ভব নয়। আর যদি ঘটনা সত্য হয়, তাহলে আরএসএস বা কট্টর হিন্দুদের মানসিকতার ঘৃণ্য দিকটি আরেকবার উন্মোচিত হবে। এ থেকেই বোঝা যায়, ভারত কতটা অনিরাপদ হয়ে উঠছে মুসলমানদের জন্য।