পাকিস্তানে ১৮টি এনজিওকে দেশ ত্যাগের নির্দেশ

পাকিস্তানে ১৮টি এনজিওকে দেশ ত্যাগের নির্দেশ

পাকিস্তানে সক্রিয় ১৮টি এনজিও প্রতিষ্ঠানকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান এর স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

‘একশন এইড’ নামের একটি এনজিও সংস্থাকেও এই নোটিশ পাঠানো হয়েছে। খবরটি জানা গিয়েছে এই সংস্থাটির যুক্তরাজ্য শাখার একজন কর্মকর্তার কাছ থেকে। একশন এইড একটি আন্তর্জাতিক দাতা সংস্থা। সংস্থাটির প্রধান কার্যালয় দক্ষিন আফ্রিকার জোহানাসবার্গে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি মূলত কাজ করে শিক্ষা, দারিদ্র বিমোচন এবং মানবাধিকার নিয়ে।

একশন এইড’র সেই কর্মকর্তার কাছ থেকে আরো জানা যায়, তাদের কাছে দেশ ত্যাগের নোটিশটি আসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি আরো জানান, পাকিস্তানের আরো সতেরোটি সংস্থাকে দেশ ত্যাগের নোটিশ দেয়া হয়েছে। তবে অন্য সংস্থাগুলোর কাছ থেকে কোন খবর পাওয়া যায়নি এবং সেগুলো কোন এনজিও প্রতিষ্ঠান তাও জানা সম্ভব হয়নি।

পাকিস্তান সরকারের আকস্মিক এই সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যুত্তর দেয়া থেকে বিরত থাকেন।

পাকিস্তান থেকে এনজিওগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়ার বা দেশ থেকে বের করে দেয়ার ঘটনা এই প্রথম না। গত বছরেও একটি বিদেশি সংস্থার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় দেশটিতে। যদিও সিদ্ধান্তটি ছিলো পাকিস্তানের তৎকালীন সরকারের। তখন পাকিস্তানের ক্ষমতায় ছিলো পাকিস্তান মুসলিম লীগ- নেওয়াজ (পিএমএল-এন)। ওই সরকারের সময়ে  মোট ২৭টি এনজিও প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে একটি তালিকাও প্রণয়ন করা হয়েছিলো। সেই তালিকেতেও একশন এইড’র নাম ছিলো বলে জানা গেছে। গত ডিসেম্বরে করা সেই তালিকা থেকে এইবার কোন কোন প্রতিষ্ঠানকে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে সেটা এখনো জানা যায় নাই।

একশন এইডের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে এই সকল এনজিও এর কাজ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের হাজার হাজার পরিবার সংকটের মধ্যে পড়বে। এখনই এইসকল কাজ বন্ধ হয়ে গেলে যেসকল দরিদ্র মানুষ নতুন করে বাঁচার আশা দেখছে তাদের স্বপ্নভঙ্গ হবে। শুধু তাই না এই সকল দরিদ্র মানুষের বেঁচে থাকার অবলম্বন ও ধংস হবে বলে জানিয়েছে তারা। একশন এইড এর মতে পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্ত পাকিস্তানের সুশীল সমাজ, বুদ্ধিজীবি সমাজ এবং সংবাদ মাধ্যমের সকল রকমের স্বাধীনতার জন্য একটি মারাত্মক হুমকি।