যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে তনুশ্রীকে আইনি নোটিস পাঠালেন নানা পাটেকার। সাম্প্রতিক সময়ে বলিউড-টলিউডে যৌন হয়রানির শিকার হওয়া অভিনেত্রীরা মুখ খোলা শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় ‘আশিক বানায়া’ খ্যাত নায়িকা তনুশ্রী অভিযোগ তুলেছেন নানা পাটেকারের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে বর্ষীয়ান এই অভিনেতা আইনি নোটিশ পাঠালেন। যদিও এখনো তনুশ্রী আইনি নোটিশ পাননি বলে জানিয়েছেন।
১০ বছর আগে ঘটা এই যৌন হেনস্থা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তনুশ্রী দত্ত। প্রাক্তন ভারত সুন্দরীকে তার এই সাহসী পদক্ষেপের জন্য বাহবা জানিয়েছেন টুইঙ্কল খান্না এবং শিল্পা শেঠি। তনুশ্রী বলেন, “নানা পাটেকরের খেলা বন্ধ করার জন্য আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তবে নানার পক্ষ থেকে কোনও আইনি নোটিশ পাইনি। তাই ব্লাফমাস্টার গোগোর খেলা এবার আমি বন্ধ করব।” ২০০৫ সালে অভিষেক বচ্চন–প্রিয়াঙ্কা চোপড়া এবং নানা পাটেকার অভিনীত ‘ব্লাফমাস্টার’ মুক্তি পায়। যদিও তনুশ্রীর পাশে এসে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কাও। তনুশ্রী দত্ত জানিয়েছেন, তার ফিল্মি কেরিয়ার বরবাদের পেছনে দায়ি একমাত্র নানা পাটেকর। তার জন্যই এত আগে তাকে বলিউড থেকে বিদায় নিতে হয়। তবে তনুশ্রী এও জানান যে নানা পাটেকরকে মোক্ষম জবাব দিতে তার আইনি টিম তৈরি রয়েছে।
শুক্রবারই নানা পাটেকারের আইনজীবী জানিয়েছিলেন যে তনুশ্রী দত্তকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি নানা পাটেকরও বলেছিলেন, “যৌন হেনস্থা করা হয়েছে এ কথা বলার অর্থ কী? শুটিংয়ের সময় সেটে ৫০–১০০ জন রোজ উপস্থিত থাকত।” তনুশ্রীর অভিযোগ অনুযায়ী, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন নানা পাটেকার তাকে যৌন হেনস্থা করেছিল এবং তাকে হুমকি দিয়ে বলেছিল তার সঙ্গে ঘনিষ্ঠ হতে। কিন্তু নানা পাটেকারের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার ফিল্মি কেরিয়ার নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ জানান তনুশ্রী।
দেখার বিষয় আদৌ কি নানা পাটেকার এই অভিযোগে অভিযুক্ত কিনা? নাকি তনুশ্রী শ্রেফ আলোচনায় আসতেই এই নাটক তৈরি করেছে?