একজন মায়ের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসুন

একজন মায়ের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসুন

পৃথিবীর মধুরতম শব্দগুলোর একটা ‘মা’। ‘মা’ শব্দের মাঝেই লুকিয়ে থাকে একটা পৃথিবী; স্ব-স্ব ক্ষেত্রে আমরা এই পৃথিবীতে থাকি সবচেয়ে নিরাপদে। আর আমাদের নিরাপদে বাসযোগ্য এই পৃথিবীর বুকে অযাচিত কিছুর উপস্থিতি জীবনকে দেয় নারকীয় বেদনার স্বাদ।

মং এ প্রু মারমা। সবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। মং-এর নয়; বলবো, মং এর মায়ের কথা; কিংবা বলতে পারেন, মং-এর পৃথিবীর কথা, যে পৃথিবীর শরীরে আজ রোগের আক্রমণ, অসুস্থতার কালো ছায়া আর বাঁচতে পারা, না-পারার সন্দেহ-সম্ভাবনার দোলাচল খেলা করছে। মং-এর মনের অবস্থাটা এই মুহূর্তে তার ক্যাম্পাসের মতোই সবুজাভ হওয়ার কথা ছিলো, কথা ছিলো বন্ধুসমাজে আড্ডার মুখে সহজাত চাঞ্চল্য উচিয়ে ধরার; কিন্তু হবে কী করে?  তার পৃথিবী, সবচেয়ে নিরাপদ পৃথিবীটাই যে আজ বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে ‘হাড়ক্ষয়’ নামক রোগের করাল শ্বাসের শিকার হয়ে।

মং-এর মায়ের নাম চিংম্রাসাং। বয়েস তেষট্টি বছর। ২০১৫ সালে শিকার হন হাড়ক্ষয় রোগের। সেই থেকে তাদের পরিবারে নেই শান্তির ছোঁয়া, নেই ন্যূনতম আনন্দের ঘনঘটা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম ‘অস্টিওপোরোসিস’। এটি হাড় সম্পর্কিত এমন একটি রোগ যেখানে হাড় এর ঘনত্ব এবং আভ্যন্তরীণ গঠনগত বৈশিষ্ট্য গুলো পরিবর্তিত হয়। এক পর্যায়ে হাড় ক্ষয় হতে শুরু করে।

নীরব ঘাতক অস্টিওপোরোসিস এর কারণে পঙ্গুত্ব নামক অভিশাপ নেমে আসতে পারে মং-এর মায়ের জীবনে।

গত অর্ধ দশকে সময়ের পরিক্রময়া বেশ কয়েকজন ডাক্তারের সান্নিধ্যে চিকিৎসা চলেছিলো মং-এর মায়ের। আশানুরূপ ফলাফলের জন্য এক ডাক্তারের দ্বার থেকে অন্য ডাক্তারের দ্বারে গিয়েছেন মং ও  বিশ বছর আগে বিজিবি থেকে রিটায়ার্ড হওয়া তার আপাত বেকার বাবা। সর্বশেষ, ডা. উইলিয়ামসের তত্ত্বাবধানে আছেন মং-এর মা। ডা. উইলিয়ামস ইতোমধ্যে একবছরের ঔষধ দিয়েছেন এবং বলেছেন, ঔষধগুলো সেবন শেষে একবছর পর সিদ্ধান্ত নেয়া যাবে রোগীর অপারেশন হবে কি না কিংবা করানো যাবে কি না!  যে ঔষধগুলো ডাক্তার দিয়েছেন, সেগুলো চালিয়ে নেয়ার ক্ষেত্রে দৈনিক খরচ পড়বে হাজারেরও বেশি। সবচে ভীতিকর যে বিষয়টি, সেটি হলো ক্ষয়ের জায়গাটিতে স্থাপন করতে হবে কৃত্রিম লোহা। সবমিলিয়ে ঔষধ খরচ ও লোহা স্থাপন বাবদ প্রয়োজন কমপক্ষে সাড়ে তিন লক্ষ টাকা।

ইতোমধ্যেই ব্যয় হয়ে গেছে বেশ কয়েক লক্ষ টাকা। মং-এর মধ্যবিত্ত পরিবার জীবনের সাথে যুঝে-বুঝে কোনও মতে চিকিৎসা চালিয়ে গেছেন এতদিন। মধ্যবিত্তের জীবন, আর কতদিন? তাই বলে কি থেমে যাবে মং-এর মায়ের জীবন? একটা পৃথিবী এভাবে নিঃশেষ হয়ে যাবে?
মাত্র কয়েক লক্ষ টাকার কাছে এভাবে কি হেরে যেতে পারে একটা জীবন?

আমাদেরও মা আছে। নিজের জায়গা থেকে একটু চিন্তা করে দেখি সবাই, মা-বিহীন পৃথিবীটা কেমন? মা-কে আর ‘মা’ বলে ডাকতে না পারবার বেদনাটা কেমন হতে পারে? জানি, এসব অবর্ণনীয় কষ্টের হবে। কারণ, মানুষটা তো মা।

চলুন তবে, একটু এগিয়ে আসি, মং-এর কাঁধে একটু সান্ত্বনার পরশ বুলাই, তার পৃথিবীটাকে বাঁচতে দেবার জন্য একটু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমার-আপনার সামান্য আর্থিক সাহায্যে হয়তো বেঁচে যাবে একটা জীবন, যে জীবন একজন মায়ের, একজন সন্তানকে নিরাপদে আগলে বড় করা পৃথিবীর।

সাহায্যের জন্য :

মং এ প্রু মারমা
নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

B-Kash: 01830396915 (personal)
Bank Account : Islami Bank Bangladesh Limited
MONG A PRUE
Address : Hathazari branch,Chittagong, Bangladesh. 
Account no : 40725 ( For Bangladesh),
20501700204072514 ( For Foreign country)