আজ ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চির জন্মদিন

আজ ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চির জন্মদিন

গ্রীক পুরাণের ‘আফ্রোদিতি’ কিংবা রোমক’র ‘ভেনাস’; প্রেম-ভালোবাসা, সৌন্দর্য আর চিরযৌবনের বাস্তবরূপ কি আদৌ পৃথিবীর মানুষের মধ্যে আছে? উত্তর আসে— আছে। আর পৃথিবীর অসংখ্য সৌন্দর্য প্রেমীদের মুখে যে নামটি উচ্চারিত হয় তা ‘মনিকা বেলুচ্চি’। রহস্যময় আর মোহনীয় সৌন্দর্যের আধার এই ইতালিয়ান অভিনেত্রীর আজ ৫৪তম জন্মবার্ষিকী। প্রিয় এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।

মনিকা বেলুচ্চি। পুরো নাম মনিকা আন্না মারিয়া বেলুচ্চি। ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর ইতালির উমব্রিয়া রাজ্যের সিত্তা দি কাসতেল্লো শহরে জন্মগ্রহণ করেন। তার মা মারিয়া গিসতিনেল্লি ছিলেন একজন চিত্রশিল্পী। মনিকা বেলুচ্চি ১৬ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। তিনি অনর্গল ইংরেজি, ফরাসি, ইতালিও ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন।

মনিকা বেলুচ্চি ১৯৯০ সালে ‘ভিতা কই ফিগলি’ চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। এখন পর্যন্ত তিনি ত্রিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে ২০০০ সালে তার অভিনীত ‘ম্যালেনা’ চলচ্চিত্রটি তাকে পৃথিবীজোড়া খ্যাতি এনে দেয়। এই চলচ্চিত্রটিকে পৃথিবীর সেরা দশ চলচ্চিত্রের একটি মনে করেন বিশ্লেষকেরা। হাতেগোনা কয়েকটি সংলাপ এবং নিখুঁত অভিব্যাক্তি ও আঙ্গিক অভিনয়ের উপর ভিত্তি করে ‘ম্যালেনা’র যে উপস্থাপন, তা শুধু মনিকা বেলুচ্চি বলেই সম্ভব হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত একজন সৈনিকের নিঃসঙ্গ এবং সুন্দরী স্ত্রী ও বারো বছরের রেনাতোর বয়ঃসন্ধিকালের গল্প এই সিনেমা। আজও হয়তো ইতালির রাস্তায় সৌন্দর্য প্রেমিকরা ‘ম্যালেনা’কে হেটে যেতে দেখে।

ইতালিও ফিল্ম ইন্ডাস্ট্রির এই লাস্যময়ী অভিনেত্রী ব্যক্তি জীবনে বিয়ে করেন অভিনেতা ভিনসেন্ট কাসেলকে। তাদের ১৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম ‘ডিভা’। বর্তমানে তিনি ইতালিতে বসবাস করেন।