জাতীয় ঐক্য অটুট, ড. কামাল হোসেনকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

জাতীয় ঐক্য অটুট, ড. কামাল হোসেনকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোলাজল আরও ঘোলা হচ্ছে দিন দিন। বিএনপি সহ বিভিন্ন দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়া জনগণকে আশার আলো দেখালেও, ঐক্য প্রকৃয়ার সাথে সম্পৃক্ত সবার রাজনৈতিক অবস্থান ও আকা‍ংঙ্খা নিয়ে দেশবাসী নিশ্চিত হতে পারছেনা। সবাই কি এই সরকারের পদ ত্যাগের পরেই নির্বাচন চান নাকি কেউ কেউ কৌশলে সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ ও শঙ্কা।

বিএনপি’র বাইরে যে সব নেতারা ঐক্য প্রকৃয়া আছেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে তারা কতটা ত্যাগ স্বীকার করবেন তা নিয়ে জনগনের মনে রয়েছে মিশ্র মনোভাব।

কোন কোন নেতার বক্তব্য হতাশ করছে দেশবাসীকে। এবার ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক নিজেই বর্তমান সরকারের অধিনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যম বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অবশ্য এই সংবাদের নিন্দা জানিয়েছেন। কিন্তু অডিওতে তার কথা শুনে মনে হচ্ছে তাঁকে দিয়ে কৌশলে এমন বক্তব্য আদায়করে নেয়া হয়েছে। তিনি বলেছেন, এই সরকারের অধিনে যুক্তফ্রন্ট কিংবা জাতীয় ঐক্যর অন্য কোন শরীক দল অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে তার কথা হয়নি। অর্থাৎ এটা পরিস্কার জাতীয় ঐক্য নয় শুধু গণফোরামই যেতে চাইছে নির্বাচনে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ড. কামাল হোসেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রথম দাবি যখন নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, তখনই এই ঘোষণা দিলেন তিনি। গত শনিবার, ২২শে সেপ্টেম্বর তাদের সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের এই জোটে যুক্ত হন এবং তারাও নিরপেক্ষ একটি সরকার ব্যাবস্থার মাধ্যমে এই নির্বাচন করার দাবি জানিয়েছিলেন। উক্ত সমাবেশে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জোট সহকারে নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার গঠন করার জন্য আন্দোলনেরও ঘোষণা দেন।

সুতরাং জাতীয় ঐক্যর পক্ষ থেকে ড. কামালের এমন সিদ্ধান্ত জানানো হলে তা হবে হতাশাজনক। তিনি যদিও সংবিধানের দোহাই দিয়ে বলেছেন। আইনে যেমনটি বলা আছে সেভাবেই নিরপেক্ষ ভাবে এবং দলীয় কোন প্রভাব না খাটিয়ে যদি বর্তমান সরকার নির্বাচন করে তবে সেটা মেনে নেয়াই বাঞ্চনীয় বলে মনে করেন তিনি। কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর তাকালেই ড. কামাল হোসেন বুঝতে পারতেন যে বর্তমান সরকারের অধিনে আদৌ সুষ্ঠু এবং সাংবিধানিক মর্যাদার দিক থেকে মানান সই নির্বাচন সম্ভব কিনা? এখন দেখার বিষয় জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে যোগ দেয়া অন্যান্য রাজনৈতিক দল ড. কামাল হোসেনের এই বক্তব্য কে কিভাবে গ্রহণ করেন।