দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে যে ঐক্যবদ্ধ হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক অঙ্গনে সেই জাতীয় ঐক্য প্রক্রিয়া দাবি জানালো গ্রহণযোগ্য নির্বাচনের। আজ শনিবার বিকেলে গণফোরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই তাদের এই ঐক্য প্রক্রিয়া। দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নেই। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই ঐক্য প্রক্রিয়ার ডাক দেওয়া হয়েছে”। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নেই। মানুষ আজ দিশেহারা। মানুষ সুশাসন ও আইনের শাসন চায়।
সংবিধান প্রণেতা এই নেতা আরও বলেন, “দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আজ তা পুনরুদ্ধারে আমরা সমবেত হয়েছি। একাত্তর সালে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল। আজ জাতীয় ঐক্যের ভিত্তিও হচ্ছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা; রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।”
তিনি জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের কাছ থেকে জনগণকে অনুপ্রাণিত করবে এমন বক্তব্য আশা করে তার বক্তব্য শেষ করেন।
অন্যদিকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ লক্ষে আয়োজিত এই নাগরিক সমাবেশে যোগ দিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। বেলা ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হন। বেলা সোয়া ৩টা থেকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশের মূল কাজ শুরু হয়। এর আগেই গণফোরামের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। বিএনপির মহাসচিবের সঙ্গে সেখানে যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও আবদুল মঈন খান। বিএনপির নেতারা সমাবেশে যোগ দেওয়ার পর কর্মীরা ‘জাতীয় ঐক্য জিন্দাবাদ’ স্লোগান দিয়ে অভিবাদন জানায়।
এছাড়া সমাবেশে উপস্থিত রয়েছেন ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সাথে যুক্ত থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের ড. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম নুরুল আমিন প্রমুখ।