কানাডার জাতীয় পরিষদের নিম্নকক্ষে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত নৃশংসতাকে গণহত্যা বলে ঘোষণা করেছে। দেশটির আইনপ্রণেতারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে একে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ কতটা মর্মান্তিক ও নিষ্ঠুর ছিল, সেদিকেই আমি জোর দিতে চাই। রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান ও অপরাধীরা যাতে জবাবদিহিতার আওতায় আসে, সেজন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছি আমরা।
দেশটির আইনপ্রণেতারা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধকে তারা গণহত্যা বলে স্বীকৃতি দিচ্ছেন। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান, যাতে জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালতকে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের তদন্ত করে বিচারের আওতায় আনতে বলে।
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট মিয়ানমারকে রোহিঙ্গা প্রশ্নে তাদের দেশে ‘ন্যায়বিচার ও জবাবদিহিতা’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার হান্ট মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনে জড়িতদের জন্য যেন দেশের অভ্যন্তরে ‘লুকানোর কোন জায়গা না থাকে’ এমন পরিবেশ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, এটি মিয়ানমারের ভাবমূর্তি রক্ষার জন্যেই জরুরি।