পাহাড়ে ফের ইউপিডিএফ কর্মী নিহত

পাহাড়ে ফের ইউপিডিএফ কর্মী নিহত

পাহাড়ে ফের ইউপিডিএফ কর্মী নিহত। রাঙামাটি জেলার নানিয়ারচরের রামসুপারি পাড়া নামক এলাকায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ইউপিডিএফ‘র দুইকর্মী নিহত হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা (২৫) ও সুমন চাকমা(২৭)।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ জানিয়েছেন, আমরা পরস্পর খোঁজ নিয়ে জানতে পারলাম নিহত সুমন চাকমার বাড়ি ত্রিপুরাছড়ি আর আকর্ষণ চাকমার বাড়ি কেঙ্গালছড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িঘাট ইউনিয়নের রামসুপারি পাড়ায় জেএসএস(এম এন লারমা) সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল ভোরে নিহতদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। বাড়ি থেকে উক্ত দু’জনকে বের করে কিছুটা অদূরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি দল রওয়ানা হয়েছে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে অর্থাৎ আগস্টের ১৮ তারিখে জেএসএস ( এম এন লারমা) বাহিনীর গুলিতে খাগড়াছড়িতে নিহত হয় ৬ জন ইউপিডিএফ কর্মী। ইউপিডিএফ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী হওয়ার সাম্প্রতিক কালে তাদের উপর এই হামলাকে ভিন্ন দৃষ্টিতে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা মনে করছে, সামনে নির্বাচনকে কেন্দ্র করেই সরকারপন্থী জেএসএস এই ঘটনার জন্ম দিচ্ছে। অচিরেই এই হত্যাকাণ্ড বন্ধ না হলে পুনরায় পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।