ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে

বিতর্ক যেন পিছু ছাড়ে না ভারতের প্রতিভাধর চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক অনুরাগ কাশ্যপের। এবার সদ্য মুক্তি পাওয়া ‘মনমর্জিয়া’ নিয়েও প্রশ্ন উঠেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। সিনেমাটির একটি দৃশ্যে দেখানো হয়েছে অ।ভিষেক বচ্চন একটি গুরুদ্বার থেকে বেরিয়ে এসে পাগড়ি খুলে ফেলে ধূমপান করছেন। এতেই ক্ষুব্ধ হয়েছে ভারতের শিখসম্প্রদায়। শিখ ধর্মের ভাবাবেগ আহত করেছে এমন অভিযোগে গতকাল মঙ্গলবার একটি ধর্মীয় সংগঠন জম্মু ও কাশ্মিরের উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে। যেখানে সিনেমা থেকে ওই দৃশ্যবাদ দেওয়ার এবং অনুরাগকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে অনুরাগ কাশ্যপও বিষয়টি আমলে নিয়েছেন। তিনি মনে করছেন বিষয়টি নিয়ে শুধু শুধু জল ঘোলা করা হচ্ছে। এক টুইটারে এক বিবৃতিতে তিনি লিখেছেন ‘‌আমি এই মুহূর্তে দেশে নেই। তবে আমার সিনেমার জন্য নাকি শিখদের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে, সেই খবর পেয়েছি। কোনও ধর্ম বা সম্প্রদায়কে আহত করার জন্য আমি সিনেমা বানাইনি। অকারণ বিষয়টিকে কোনও ধর্মীয় বা রাজনৈতিক রং দেওয়ার দরকার নেই। সিনেমা একটা শিল্প। শিল্পকে তার প্রাপ্য স্বাধীনতা দিন।’

স্ক্রীনশট: অনুরাগ কাশ্যপের টুইটার বিবৃতি

মনমর্জিয়ার শুট্যিংয়ের সময় গুরুদ্বারের সমস্ত নিয়ম ও প্রথা মেনে নিয়ে শুট্যিং করেছিল। অনুরাগ কাশ্যপ আরও লিখেছেন, ‘‌গুরুদ্বারে আমরা শ্যুটে যে যে দৃশ্য দেখাতে চেয়েছিলাম, আমরা সেগুলো দেখাতে পারিনি। আমরা বিয়ের দৃশ্য শ্যুট করতে চেয়েছিলাম। কিন্তু গুরদ্বার থেকে শুধুমাত্র প্রণামের দৃশ্যই দেখাতে পেরেছি। গোটা শ্যুটে কেউ গুরুদ্বারে ধূমপান করেনি। আমাদের যদি কোনও ধর্মকে আঘাত দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আমরা শ্যুটেও এই অনুশাসনগুলো মেনে চলতাম না।’‌

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমর্জিয়া’ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, তাপসী পান্নু, পবন মালহোত্রা প্রমুখ।